X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

উদ্যোক্তা সম্মাননা পেলেন ২৫ তরুণ

নুরুন্নবী চৌধুরী
০৭ মে ২০১৮, ০২:৩৯আপডেট : ০৭ মে ২০১৮, ০২:৫২

অতিথিদের সঙ্গে সম্মাননা পাওয়া উদ্যোক্তারা

ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৫ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) এ প্লাটফর্মের উদ্যোগে ২০১৪ সাল থেকে প্রতিবছর উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়।

গতকাল শনিবার (৫ মে) ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন খাতের উদ্যোক্তাদের পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের এন্ট্রারপ্রিনিয়র বিভাগ।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নেওয়ার জন্য দরকার নতুন নেতৃত্ব এবং নতুন প্রজন্মের উদ্যোক্তা। আর উদ্যোক্তাদের হাত ধরে কেবল কর্মসৃজনই হবে না; দেশের অর্থনীতির আকারও ১২ গুণ বৃদ্ধি পাবে।’

অনুষ্ঠানে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক বলেন, ‘বর্ষীয়ান ও সফল উদ্যোক্তারা তরুণ উদ্যোক্তাদের পাশে তহবিল ও মেন্টরিং নিয়ে দাঁড়াতে পারেন। তাদের সহযোগিতা পেলে অনেকেই আগামীতে সফল হতে পারবে।’

ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান উদ্যোক্তাদের সহযোগিতার মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘আমাদের নিজেদের বাজার অনেক বড়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব।’ চাকরি দেওয়ার পাশাপাশি তিনি প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোক্তাদের এগিয়ে আসার অনুরোধ করেন।

অনুষ্ঠানে উদ্যোক্তাদের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জিয়া আহমেদ, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর সচিব আবু হেনা মোরশেদ জামান, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান, ই-কমার্স সাইট চালডালের প্রধান কারিগরি কর্মকর্তা জিয়া আশরাফ, জুমশেপারের প্রধান নির্বাহী কাওসার আহমেদ, ই-কুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ রাহুল, উইডেভসের প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ রহমান, ডিআইইউয়ের ডিপার্টমেন্ট অব অন্ট্রারপ্রিনিয়রশিপের বিভাগীয় প্রধান শিবলী সারোয়ার, থিমবাকেটের সহ-প্রতিষ্ঠাতা হাসিন হায়দার, ইসকিমির কান্ট্রি ম্যানেজার লুতফি চৌধুরী, দেশের প্রথম বাণিজ্যিক কুমির খামারের উদ্যোক্তা মোস্তাক আহমেদ, ব্রেইন স্টেশনের উদ্যোক্তা রাইসুল কবীর, এসএমই ফাউন্ডেশনের মো. রকিব খান, ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সালেহ মজিদসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান।

দেশীয় নৃত্যর প্রচার, প্রসার এবং নৃত্যকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ তুরঙ্গমী রেপারিটরি ড্যান্স থিয়েটার প্রতিষ্ঠার জন্য  ‘নুরুল কাদের সম্মাননা-২০১৭’ লাভ করেন পূজা সেনগুপ্ত। চট্টগ্রামে ভিন্ন ধারার রেস্তোরা প্রতিষ্ঠার পথিকৃৎ মনজুরুল হক পেয়েছেন ‘ইউসুফ চৌধুরী সম্মাননা ২০১৭’। উদ্যোক্তা সম্মাননা পাওয়া অন্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ড চিং চিং এর ফিনারী, রিজওয়ানা রশীদের ম্যাজিক রুটি মেকার, সিদ্দিকাতুল হকের স্পর্শ ডে-কেয়ার, আমিনুল ইসলামের শাহিন'স হেল্পলাইন, মোস্তফা দিপুর এনেক্স বাংলাদেশ, সুলতানা পপির রংধনু একাডেমি, দেওয়ার রকিব শাহর পিইট ডটকম ডটবিডি, আকাশ খান ও নামমুণ সানজির ল'ফতো, শাহানা বেগমের ফাইন ফেয়ার ক্র্যাফট, মাইনুল হাসানের ডি স্মার্ট কালেকশন, সানাউল মাওলা ও তারিকুল মাওলার সফটটেক-আইটি লিমিটেড ও তাফসির আহমেদের ডিজিটাল ভাস্ট।

এ ছাড়া, অনুষ্ঠানে ১১জন নবীন উদ্যোক্তাকে দেওয়া হয় নবীন উদ্যোক্তা স্মারক। এরা হলেন– রেপটো অনলাইন এডুকেশনের ইশতিয়াক সায়েম, টার্গেটিভের জাকির হোসেন খান, হ্যান্ডিমামা ডট কো'র শাহ পরান, ফ্রুইজারের মো. গোলাম মোর্শেদ, এক্সরোবো ক্যাফের মহিবউল্লাহ মাহী, গ্রাম্পিফিশের সামিয়া বিনতে আলমগীর ও নবনীতা রায়, এসকেইপ মিস্টের সাদিত সেলিম, ইশতিয়াক খান, কাজি মাহিন মাহবুব ও আবুল খায়ের চৌধুরী, যান্ত্রিকের আল ফারুক শুভ, রকেট কুরিয়ারের মো. নাহিদুল ইসলাম, খাস ফুডের এ এম এম হাবিবুল মুস্থাফা এবং বার্গার এ কেল্লা ফ'তের ফাহমিদা মিশু।

অনুষ্ঠান শেষে চলতি বছর এমএমই ফাউন্ডেশনের উদ্যোগে বর্ষসেরা উদ্যোক্তা নির্বাচিত হওয়ায় এম এস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মোহাম্মদ গাজী তৌহিদুর রহমানেক সংবর্ধনা দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১১ সালে ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ প্রতিষ্ঠিত হয়। ২০১৪ সাল থেকে এই সম্মাননা চালু করা হয় এবং এপর্যন্ত ৪৪ জন নবীন উদ্যোক্তা ও ৬৫ জন উদ্যোক্তাকে সম্মানিত করা হয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়