X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্টুলিশ কী নিরাপদ?

দায়িদ হাসান মিলন
২৪ মে ২০১৮, ২১:০১আপডেট : ২৪ মে ২০১৮, ২১:০১

এই সেই স্ক্রিন শট কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে স্টুলিশ ঝড়। অ্যাপটির সাহায্যে পরিচয় গোপন রেখে একে অপরকে নানা ধরনের মন্তব্য লিখছেন ব্যবহারকারীরা। এর মধ্যে ইতিবাচক মন্তব্য যেমন রয়েছে তেমনি রয়েছে নানা নেতিবাচক মন্তব্যও। সবকিছু মিলিয়ে ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্টুলিশ অ্যাপ।
সম্প্রতি ফেসবুকে দেখা যাচ্ছে স্টুলিশের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কিত বিভিন্ন পোস্ট। এসব পোস্টে বলা হচ্ছে, ব্যবহারকারীদের সব তথ্য চুরি করেছে স্টুলিশ এবং এগুলো যেকোনও সময় অপব্যবহারের সম্ভাবনা রয়েছে। এছাড়া স্টুলিশ ব্যবহারকারীদের ফেসবুক আইডিসহ অন্যান্য আইডি হ্যাক করার সম্ভাবনার কথাও তুলে ধরা হচ্ছে এসব পোস্টে।
কেউ কেউ আবার সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র উল্লেখ করে স্টুলিশের নিরাপত্তা ঝুঁকির কথা বলছেন। সিএনএনের একটি নিউজের স্ক্রিনশট নিয়ে অনেকেই শেয়ার করছেন। এতে স্টুলিশের আইকনসহ একটি শিরোনাম রয়েছে এরকম- ‘ইনফরমেশন অব ২ (টু) মিলিয়ন আইডিস হ্যাজ বিন হ্যাকড।’
প্রকৃতপক্ষে স্টুলিশ নিয়ে এমন কোনও নিউজ প্রকাশ করেনি সিএনএন। তবে দুই মিলিয়ন ফেসবুক আইডি হ্যাক নিয়ে সিএনএন একটি সংবাদ প্রকাশ করেছিল ২০১৩ সালের ৪ ডিসেম্বর। এরপর এ সম্পর্কিত আর কোনও সংবাদের সন্ধান পাওয়া যায়নি। ফলে অনেকেই ভাবছেন, ওই সংবাদটিকে ভিত্তি ধরেই হয়তো ফটোশপের মাধ্যমে স্টুলিশের বিরুদ্ধে এমন প্রচারণা চালানো হচ্ছে।
এ সম্পর্কে বাংলাদেশের প্রযুক্তিবিদরা বলছেন, সব অ্যাপেই তথ্য অপব্যবহারের ঝুঁকি থাকে। এটা মেনে নিয়েই অ্যাপ ব্যবহার করতে হয়। কয়েকদিন আগে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য অপব্যবহার হয়েছে। অনেক সময় প্রতিষ্ঠানের অগোচরে এসব কাজ হয়ে যায়। এক্ষেত্রে দেখতে হবে ব্যবহারকারীদের কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
প্রযুক্তিবিদদের মতে, অর্থ আদান-প্রদানের মাধ্যম হিসেবে বাংলাদেশের গ্রাহকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে না। ফলে এ ধরনের ঝুঁকির কথা বলা হলেও, বাংলাদেশের গ্রাহকরা ততটা ঝুঁকির মধ্যে থাকেন না। তবে স্টুলিশের সাহায্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক হতে পারে বলে উল্লেখ করেছেন তারা। এজন্য গ্রাহকদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
সূত্র: ইন্টারনেট

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা