X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিশ্বসেরা সুপার কম্পিউটার এখন যুক্তরাষ্ট্রের

দায়িদ হাসান মিলন
১২ জুন ২০১৮, ২০:৪৮আপডেট : ১২ জুন ২০১৮, ২০:৪৮

সুপার কম্পিউটার বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরি করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই কম্পিউটারের নাম সামিট। এটা প্রতি সেকেন্ডে ২ লাখ ট্রিলিয়ন হিসাব-নিকাশ করতে সক্ষম। সামিটের আগে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার ছিল সানওয়ে টাইহুলাইট। চীনের তৈরি এ কম্পিউটারটি প্রতি সেকেন্ডে প্রায় ১ লাখ ট্রিলিয়ন হিসাব-নিকাশ করতে পারতো।
অর্থাৎ সানওয়ে টাইহুলাইটের চেয়ে সামিট প্রায় দ্বিগুণ শক্তিশালী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুরুর দিকে সামিটকে জটিল গবেষণা কাজে ব্যবহার করা হবে। বিশেষ করে মহাকাশ, ক্যান্সার, ও জীববিজ্ঞান সম্পর্কিত গবেষণায় ব্যবহার হবে সামিট। বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এই কম্পিউটারটি রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ওয়াক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে।
আইবিএম ও এনভিডিয়ার সহায়তায় এখানেই এটা তৈরি করা হয়েছিল। সাধারণত সুপারকম্পিউটার আকারে বেশ বড় হয়। এর পরিচলন ব্যয়ও অনেক বেশি। এছাড়া জটিল সব কাজ করার জন্য এতে হাজার হাজার প্রসেসর সংযুক্ত থাকে। এদিক থেকে সামিটের রয়েছে ৪ হাজার ৬০৮টি কম্পিউটার সার্ভার এবং ১০ পেটাবাইট মেমরি। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের মালিক হওয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব এনার্জি রিক পেরি বলেন, আমরা একটি প্রতিযোগিতার মধ্যে রয়েছি। এই প্রতিযোগিতায় কে জেতে সেটা বেশ গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্বকে নিজেদের সামর্থ্যের বিষয়টি জানিয়ে দিয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি, আমরা প্রতিযোগিতায় দারুণভাবে ফিরে এসেছি।
প্রসঙ্গত, শীর্ষ সুপার কম্পিউটারের সর্বশেষ তালিকা প্রকাশিত হয় ২০১৭ সালে। সেই তালিকায় দেখা যায় শীর্ষ ৫০০টি সুপার কম্পিউটারের মধ্যে ২০২টি চীনের এবং ১৪৩টি যুক্তরাষ্ট্রের।

সূত্র: বিবিসি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা