X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৫জির পরীক্ষামূলক অপারেশন এ বছরেই: মোস্তাফা জব্বার

নুরুন্নবী চৌধুরী
১৩ জুন ২০১৮, ২০:৩৭আপডেট : ১৩ জুন ২০১৮, ২০:৩৭

বলছেন মোস্তাফা জব্বার এ বছরেই ৫জির পরীক্ষামূলক অপারেশন শুরু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল মঙ্গলবার ঢাকার কাওরান বাজারের জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি উল্লেখ করেন, আমরা যেহেতু এখন ৪জি প্রযুক্তিতেই আছি তাই আমাদের এর পরবর্তী পর্যায়ে যেতে হবে। আর সেটা হচ্ছে ৫জি। এক প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো সফলভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। এখন আমরা স্যাটেলাইট-২ নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে ফ্রান্স দ্বিতীয় স্যাটেলাইটের ক্ষেত্রে সহায়তা দিতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।
বিআইজেএফের নতুন কার্যালয় উদ্বোধনের পাশাপাশি অনুষ্ঠানে ছিল ‘প্রযুক্তি বাজেট’ নিয়ে বিশেষ আলোচনা। এতে অংশ নেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) পরিচালক এ ইউ খান জুয়েল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব)অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক-সহ বিআইজেএফের সদস্যরা।

অনুষ্ঠানে বাজেটে তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ এবং এবারের বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের যে বিষয়গুলোতে আরও নজর দেওয়া প্রয়োজন সেগুলোও তুলে ধরেন। তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর এমন দাবির পরিপ্রেক্ষিতে মোস্তাফা জব্বার বলেন, বাজেটে তথ্যপ্রযুক্তির নানা বিষয় নিয়ে ঈদের পরে আমি আবার অর্থমন্ত্রীর সঙ্গে বসবো। তিনি সব সংগঠনগুলোকে তাদের সংশ্লিষ্ট বিষয়গুলো লিখিত আকারে জমা দেওয়ার অনুরোধ জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন বিআইজেএফ সভাপতি আরাফাত সিদ্দিকী সোহাগ ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসান। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়