X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অ্যাপ স্টোরের এক দশক

নুরুন্নবী চৌধুরী
১১ জুলাই ২০১৮, ১৭:২৭আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৭:২৭

অ্যাপ স্টোর ১০ বছর পূর্ণ করলো অ্যাপলের অ্যাপ স্টোর। ২০০৮ সালের মার্চে প্রথম অ্যাপ স্টোরের কথা ঘোষণা করেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। পরবর্তীতে একই বছরের ১০ জুলাই মাত্র ৫০০ অ্যাপ নিয়ে যাত্রা শুরু করে এ অ্যাপ স্টোর।
১০ বছরে অ্যাপ স্টোরে অ্যাপের সংখ্যা ২০ লাখেরও বেশি এবং অ্যাপগুলো গত ১০ বছরে ১৭ হাজার কোটিবার ডাউনলোড হয়েছে। আর এ সময়ের মধ্যে অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যাপ নির্মাতার আয় করেছেন ১০ হাজার কোটি ডলার! অ্যাপলের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের ১৫৫টি দেশ থেকে ব্যবহারকারীরা নিয়মিতভাবে অ্যাপ স্টোর ব্যবহার করেন।
অ্যাপ স্টোরের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের মধ্যে শীর্ষে আছে ফেসবুক। এছাড়া তালিকায় আছে মেসেঞ্জার, ইউটিউব, ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের নামও। তবে সবচেয়ে বেশি ডাউনলোডের তালিকায় না থাকলেও বহুল ব্যবহৃত অ্যাপের মধ্যে রয়েছে নেটফ্লিক্সের নাম। ব্যবহারকারীদের তথ্য অনুযায়ী বর্তমানে সবচেয়ে বেশি নজর থাকছে স্ট্রিমিংয়ের ওপর। তাই স্ট্রিমিং বিষয়ক অ্যাপের দিকেই ব্যবহারকারীদের নজর বেশি।
অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল স্কিলার বলেন, দীর্ঘ সময়ে দারুণ সব অ্যাপ যুক্ত হয়েছে। যখনই অ্যাপ ডেভেলপারদের জন্য অ্যাপ স্টোরে অ্যাপ দেওয়ার সুযোগ উন্মুক্ত হয়েছে তখন থেকেই নানা ধরনের অ্যাপ যুক্ত হতে থাকে। শুধু অ্যাপ কেন্দ্রিক জনপ্রিয় নানা ধরনের ব্যবসাও দারুণভাবে এগিয়েছে। আগামী ১০ বছর পর আমরা এমন সব অ্যাপের কথা বলতে পারবো যা কয়েক শত বছর পরেও মানুষ মনে রাখবে।
শুধু অ্যাপ স্টোরে যুক্ত হওয়া গেম থেকেও আসছে বিপুল আয়। অ্যাপ স্টোরে থাকা নিজেদের টেম্পল রান গেম বিষয়ে গেমটির নির্মাতা ইমানজি স্টুডিওর প্রতিষ্ঠাতা কেইথ সেপার্ড ও নাতালিয়া লুকেইয়ানোভা বলেন, অ্যাপ স্টোর চালুর পরে আমাদের গেম অ্যাপ স্টোরে দিয়েছি। আর গত ১০ বছরে আমরা আরও অনেক গেম তৈরি করেছি। শুধু টেম্পল রানই ১০০ কোটির বেশি ডাউনলোড হয়ছে। অ্যাপ স্টোর ছাড়া এটা সম্ভব ছিল না। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ক্যান্ডি ক্র্যাশ গেমের নির্মাতা প্রতিষ্ঠান কিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রিকার্ডো জ্যাকোনি। 

শুধু স্ট্রিমিংয়ের সেবা দিতে অ্যাপ স্টোরে যুক্ত হওয়া এইচবিও নাউ'র বিষয়ে এইচবিও'র চেয়ারম্যান ও প্রধান নির্বাহী রিচার্ড বলেন, আমরা যখনই লাইভ স্ট্রিমিং নিয়ে ভেবেছি সেটা অ্যাপ আকারে স্টোরে দিয়েছি। দারুণ সাড়াও পেয়েছি। এটা এক কথায় এইচবিও'রঅসাধারণ এক যাত্রা। 

১০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এক টুইটে বলেন,১০ বছর আগে যাত্রা শুরু হয় অ্যাপ স্টোরের।  লাখো ব্যবহারকারী নিয়মিতই এ স্টোর থেকে অ্যাপ ব্যবহারের মাধ্যমে সুবিধা পাচ্ছে। এ ধারাবাহিকতা চলবে।

সূত্র: অ্যাপল নিউজরুম, সিনেট, সিএনবিসি

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা