X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আগামীতে স্মার্টফোন দিয়েই সব কাজ হবে: মোস্তাফা জব্বার

টেক রিপোর্ট
১৩ জুলাই ২০১৮, ০১:১৬আপডেট : ১৩ জুলাই ২০১৮, ০১:২৭

বক্তব্য রাখছেন মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘সব কাজ-কর্ম স্মার্টফোননির্ভর করার বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। এটুআইয়ের (একসেস টু ইনফরমেশন) কাজগুলো স্মার্টফোননির্ভর করা হচ্ছে, যাতে তা আরও সহজে করা যায়। আগামীতে স্মার্টফোন দিয়েই সব কাজ হবে।’ সামনে যেকোনও মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (১২ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘স্মার্টফোন ও ট্যাব মেলা শুধু ঢাকাতেই নয়; এর বাইরেও আয়োজন করা প্রয়োজন। ঢাকার বাইরে যারা আছেন তাদের এসব নতুন ডিভাইস দেখার সুযোগ দেওয়া দরকার। প্রযুক্তির বিকাশে যেকোনও প্রতিষ্ঠান এই উদ্যোগ নিলে সরকার সহযোগিতা করবে।’

তিনি আরও বলেন, ‘নতুন প্রযুক্তিপণ্য কেনার অধিকার সবার আছে। আশা করছি, শিগগিরই এই সুযোগ ঢাকার বাইরের প্রযুক্তিপ্রেমীরা পাবেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– স্যামসাং মোবাইলের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাংওয়ান ইউন, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক, এডিসন গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক মাকসুদুর রহমানসহ আরও অনেকে।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন বিকেলে হলেও সকাল থেকেই তা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ছিল স্মার্টফোনপ্রেমীদের ভিড়। বেশি ভিড় ছিল আইফোনের স্টলে। শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় মেলায় সব ধরনের দর্শক-ক্রেতারা সমাগম বেড়েছিল।

স্মার্টফোন ও ট্যাব মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে। স্যামসাং, টেকনো, সিম্ফনি, উই, হুয়াওয়ে, নকিয়া, অপো, ভিভো, লাভা, উইনম্যাক্স, লেনেভো, উইমিডিজি, সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান তাদের স্মার্টফোন, এক্সেসরিজসহ বিভিন্ন ধরনের সেবা নিয়ে হাজির হয়েছে। কয়েকটি ব্র্যান্ড তাদের বিভিন্ন মডেলের স্মার্টফোন মেলায় অবমুক্ত করবে বলে আয়োজক এক্সপো মেকার কর্তৃপক্ষ জানিয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে। দর্শকরা আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই-বাছাই করে দেখতে ও কিনতে পারছেন।

জানা গেছে, মেলায় ১২টি প্যাভিলিয়ন ও ১২টি স্টল রয়েছে। মূল্যছাড়ের পাশাপাশি উপহার, গিফট বক্স, র‍্যাফেল ড্র, সেলফি প্রতিযোগিতার ব্যবস্থা রাখছে মেলায় অংশ নেওয়া ব্র্যান্ডগুলো। মেলায় প্রবেশ টিকিটের মূল্য ২০ টাকা। শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে গেলে প্রবেশের ক্ষেত্রে কোনও টিকিট দেখাতে হচ্ছে না। প্রতিবন্ধীরাও বিনা টিকিটে মেলায় প্রবেশ করতে পারছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলা শেষ হবে শনিবার।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?