X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দেশেই তৈরি হবে বিশ্বখ্যাত কোম্পানির ল্যাপটপ

হিটলার এ. হালিম
১৫ জুলাই ২০১৮, ১০:০১আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৫:২৮

ল্যাপটপ আন্তর্জাতিক ব্র্যান্ডের কয়েকটি ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশে কারখানা নির্মাণ করতে আগ্রহ প্রকাশ করেছে। ওই প্রতিষ্ঠানগুলোকে এ দেশে কারখানা স্থাপন, প্রযুক্তিপণ্য সংযোজন, বিপণন, রফতানিসহ আরও কী কী সুবিধা দেওয়া যায় সে বিষয়ে প্রস্তাবনা তৈরির কাজ শুরু হয়েছে। এরই মধ্যে একটি প্রতিষ্ঠানকে জায়গাও বরাদ্দ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ব্র্যান্ড স্যামসাং, হুয়াওয়ে, ডেল, এইচপি ও লেনোভোর মতো পাঁচটি কোম্পানিকে টার্গেট করে প্রস্তাবনা পাঠানো হচ্ছে। প্রস্তাবনায় বাংলাদেশে কারখানা করলে ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো সরকার ও দেশের প্রযুক্তি পণ্য ব্যবসায়ীদের সংগঠন এবং ব্যবসায়ীদের (প্রযুক্তিপণ্য আমদানিকারক, পরিবেশক) কাছ থেকে কী সুবিধা পাবে সেসবও উল্লেখ করা হবে।

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে এরই মধ্যে কারখানা স্থাপনের জন্য গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক পার্কে ৭ একর জায়গা বরাদ্দ পেয়েছে। তবে কারখানা তৈরির বিষয়ে এখনও দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি।

এছাড়া দেশীয় উদ্যোক্তাদের সহযোগিতা নরসিংদীর শিবপুরে স্থাপন করা হয়েছে স্যামসাংয়ের কারখানা। প্রাথমিকভাবে এই কারখানায় ফোর-জি স্মার্টফোন তৈরি হলেও ভবিষ্যতে ল্যাপটপ তৈরি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্যামসাংয়ের এই কারখানায় অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপ তৈরি করা হতে পারে-এমন আয়োজনও থাকছে।

এ বিষয়ে জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেসব আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশে ল্যাপটপ তৈরির কারখানা স্থাপন করতে চায় তাদের স্বাগত জানাই। আমরা সেই পরিবেশ তৈরি করে দিয়েছি। ওই বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো আমাদের কাছে কারখানা স্থাপনের জন্য স্থানীয় আইন ও নিয়ম মেনে যে ধরনের যৌক্তিক সুবিধা চাইবে তা আমরা দেবো। হাইটেক পার্কে কারখানা স্থাপন করলে পার্কের যাবতীয় সুযোগ-সুবিধাও নির্মাতারা পাবেন।’

তিনি আরও বলেন, ‘দেশে আন্তর্জাতিক ল্যাপটপ ব্র্যান্ডগুলো কারখানা স্থাপন করলে ১০ বছরের কর অবকাশ সুবিধা, ১০ শতাংশ ক্যাশ ইনসেনটিভও (রফতানিতে আর্থিক প্রণোদনা) পাবে। এ দেশে কারখানা তৈরি করলেই যে শুধু এখানেই ল্যাপটপ বিক্রি করতে হবে এমন নিয়ম থাকা ঠিক হবে না। তারা যেন এ দেশ থেকে কমদামে ল্যাপটপ তৈরি করে বিশ্বের অন্যান্য দেশে রফতানি করতে পারে সেই সুযোগটাও থাকা উচিত।’

মোস্তাফা জব্বার বলেন, “এ দেশে কারখানা তৈরি হলে কম দামে মানুষ ল্যাপটপ পাবে, কর্মসংস্থান হবে, উন্নত প্রযুক্তি দ্রুতই দেশে আসবে। বিনিয়োগসহ আরও অনেক কিছুই আসবে। তখন দেশ পরিচিতি পাবে প্রযুক্তি পণ্যের হাব হিসেবে। আর এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বে পরিচিতি পাবে ‘মেইড ইন বাংলাদেশ’ নামে।”

মন্ত্রী এ দেশকে উৎপাদক হিসেবে দেখতে চান উল্লেখ করে বলেন, ‘আমি অনেক আগে থেকেই বাংলাদেশ কম্পিউটার সমিতিকে (বিসিএস) বলে আসছি আর কতদিন তোমরা প্রযুক্তিপণ্য বিক্রি করবা, আমদানি করবা? কেন তোমরা উৎপাদনে যাচ্ছো না? ব্যবসায়ীরা যদি নির্মাতাদের নিয়ে আসতে পারেন সেটা দেশের জন্য খুবই ইতিবাচক একটা বিষয় হবে।’

সংশ্লিষ্টরা জানালেন, ল্যাপটপ তৈরির কথা বলা হলেও মূলত এখানে যন্ত্রাংশের (ল্যাপটপের) সংযোজন হবে। তবে ভবিষ্যতে পুরো ল্যাপটপটিই যেন বাংলাদেশে তৈরি হতে পারে সেসব উদ্যোগও সরকারের পক্ষ থেকে নেওয়া হবে।

দেশের প্রযুক্তি পণ্য ব্যবসায়ীদের সংগঠন বিসিএস-এর সভাপতি সুব্রত সরকার বলেন, ‘আমরা অন্তত ৫টি ব্র্যান্ডকে (স্যামসাং, হুয়াওয়ে, ডেল, এইচপি ও লেনোভো) এ দেশে কারখানা স্থাপনের পক্ষে প্রস্তাবনা পাঠাবো শিগগিরই। এদের মধ্যে কয়েকটির কাছ থেকে আগেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ওই সাড়ার ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানানো হচ্ছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ দেশে স্যামসাং কারখানা স্থাপনকারী প্রতিষ্ঠান ফেয়ার ইলেক্ট্রনিকস এরই মধ্যে একটি আন্তর্জাতিক ল্যাপটপ ব্র্যান্ডের এ দেশীয় (কান্ট্রি অফিস) অফিসের শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রাথমিক আলাপ করেছে। ওই ব্র্যান্ড আগ্রহী স্যামসাংয়ের কারখানায় ল্যাপটপ তৈরিতে। ল্যাপটপ নির্মাতাদের (মূল প্রতিষ্ঠান) কাছ থেকে সাড়া পেলে এ বিষয়ে অগ্রগতি হবে বলে জানা গেছে। আরেকটি ব্র্যান্ডের এ দেশীয় অফিসের সঙ্গে শিগগিরই প্রাথমিক কথা শুরু হবে বলে ফেয়ার ইলেক্ট্রনিকস সূত্রে জানা গেছে।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক