X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জাতিসংঘের ডিজিটাল সহযোগিতার নতুন প্যানেল

টেক ডেস্ক
১৫ জুলাই ২০১৮, ২৩:৪৩আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২৩:৪৪

 



জাতিসংঘের ডিজিটাল সহযোগিতার নতুন প্যানেল জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস একটি উচ্চপর্যায়ের ডিজিটাল সহযোগিতার প্যানেলের ঘোষণা দিয়েছেন গত ১২ জুলাই । এই প্যানেল ঘোষণার পরপরই বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি নিয়ে যারা কাজ করেন বিশেষ করে ডব্লিউএসআইএস’র ঘোষণাপত্র বাস্তবায়নের জন্যে যারা কাজ করছেন তারা অনেকেই হতাশা ব্যক্ত করেছেন। কারণ হিসেবে তারা বলছেন, এই প্যানেলে কোনও দক্ষিণের দেশকে বিবেচনায় নেওয়া হয়নি।

ডব্লিউএসআইএস’র শীর্ষ সম্মেলনের বাংলাদেশের প্রাক্তন সমন্বয়কারী ও আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম এই প্যানেলে বিশ্বের নামি দামি ব্যক্তিদের যাদের মাঠপর্যায়ে কাজের কোনও অভিজ্ঞতা নেই তাদের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বর্তমানে যে পর্যায়ে পৌঁছেছে তাতে এই প্যানেলে বাংলাদেশ সরকারকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। এ থেকে প্রমাণ হয় জাতিসংঘ তৃণমূলের অগ্রগতির কোনও খবর রাখে না। যে কারণে বুলিসর্বস্ব অনেক ব্যক্তির উপস্থিতি আছে এই প্যানেলে। মেলিন্ডা গেটসকে এই প্যানেলের কো-চেয়ার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি। কারণ মেলিন্ডা-গেটস ফাউন্ডেশন দেশ ও ইস্যু বুঝে টাকা দেয়। অনেক দেশে গোপনে ও কৌশলে মাইক্রোসফটের ব্যবসা সম্প্রসারণ বুঝে টাকা দেওয়ার নীতির কারণে গেটস ফাউন্ডেশন বেশ সমালোচিত।’

রেজা সেলিম আরও বলেন, ‘এই প্যানেল বাংলাদেশের মতো অনেক দেশ যারা তথ্যপ্রযুক্তিকে প্রান্তিক পর্যায়ে নিতে সক্ষম হয়েছে বা প্রতিশ্রুতিবদ্ধ তাদের জন্য কোনও বিশেষ সুপারিশ করতে সক্ষম হবে বলে মনে হয় না। কারণ এদের অনেকেই সে বিষয়ে যথেষ্ট জ্ঞানই রাখেন না।’

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা