X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘অনেক পরিকল্পনা’ নিয়ে বাংলাদেশে শাওমি

টেক রিপোর্ট
১৭ জুলাই ২০১৮, ১৯:৫১আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৯:৫১

রেডমি এস২ দেশের প্রযুক্তি বাজারে অফিসিয়ালি থাকলেও শাওমি মোবাইল এবার অনেক পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে আসার ঘোষণা দিলো। পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে এবারই প্রথম সরাসরি শাওমির একটি মডেল (এস২) অবমুক্ত হলো। জানানো হলো, আগামী ৬ মাসের মধ্যে সাশ্রয়ী দামে শাওমি স্মার্টফোন সেট বাজারে ছাড়া হবে। এ দেশে শাওমি মোবাইলের কারখানা চালুরও স্বপ্ন দেখেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাজধানীর গুলশানের হোটেলে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শাওমির যাত্রা শুরু উপলক্ষে মিট দ্য প্রেসের আয়োজন করে শাওমি কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাওমির ভাইস প্রেসিডেন্ট ও শাওমি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মানু জেইন, দেশে শাওমি মোবাইলের অনুমোদিত পরিবেশক সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের (এসইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ডিএম মজিবর রহমান, প্রধান নির্বাহী দেওয়ান কাননসহ আরও অনেকে। অনুষ্ঠানে সেলফির জন্য সেরা রেডমি রেডমি এস-২ স্মার্টফোন অবমুক্ত করা হয়।

মানু জেইন বলেন, বাংলাদেশের লাখো এমআই (মি) ফ্যানের জন্য আনুষ্ঠানিকভাবে শাওমি নিয়ে আসতে পারায় ভালো লাগছে। আমরা দেখেছি, গত কয়েক বছরে বাংলাদেশের স্মার্টফোন বাজার বিস্ময়কভাবে বেড়েছে। আমরা বাংলাদেশে শাওমির মার্কেট শেয়ার বাড়াতে চাই।

তিনি আরও বলেন, আনুষ্ঠানিকভাবে বাজারে প্রবেশের মাধ্যমে সর্বনিম্ন দামে শাওমির সর্বশেষ সব পণ্য বাংলাদেশে নিয়ে আসতে পারবো। আমরা সর্বোচ্চ সেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ এবং সেজন্য এখানে শক্তিশালী একটি দল গঠন করা হবে।

মানু জেইন দেখাচ্ছেন এস২ স্মার্টফোন

প্রসঙ্গত, এসইবিএল-এর মাধ্যমে বাংলাদেশে ব্যবসা করেছে শাওমি। এবার গ্রাহক সেবার মান আরও বাড়াতে এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে এসইবিএলের সঙ্গে সমন্বিতভাবে সরাসরি ব্যবসা করবে শাওমি।

অনুষ্ঠানে জানানো হয়, ব্যতিক্রমী সেলফি সুবিধাসম্পন্ন রেডমি এস২ -এর ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। দিনের আলো বিশ্লেষণের মাধ্যমে রেডমি এস-২ এর ক্যামেরা খুব ভালো মানের ছবি ধারণ করতে সক্ষম। দিনে-রাতে যেকোনও সময় ভালো ছবির জন্য রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডুয়াল ক্যামেরা।  এস২-এর পেছন দিকে রয়েছে ১২ ও ৫ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন দুটি ক্যামেরা। এতে প্রায় ৬ ইঞ্চির ফুল স্ক্রিন ডিসপ্লে রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

এসইবিএল জানায়,গোল্ড, রোজ গোল্ড ও ডার্ক গ্রে- এই তিনটি রঙে  রেডমি এস২ কিনতে পারবেন গ্রাহকরা। ৩ গিগা র‌্যাম ও ৩২ গিগা মেমরির স্মার্টফোনটির দাম ১৪ হাজার ৯৯৯ এবং ৪ গিগা র‌্যাম ও ৬৪ গিগা মেমরির স্মার্টফোনটির দাম ১৭ হাজার ৯৯৯। ২৬ জুলাই দুপুর ২টা থেকে পরবর্তী দুই সপ্তাহ শুধু দারাজে এবং পরে দেশের সব খুচরা বিক্রয় কেন্দ্র থেকে থেকে সেটটি কেনা যাবে।

জানা গেছে, মি ফ্যানরা শাওমির নিজস্ব সাইটে (Mi.com/bd) প্রবেশ করে বাংলাদেশে শাওমির সর্বশেষ পণ্য ও অফার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। 

 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা