X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছয়টি বিশেষায়িত ডিজিটাল সেন্টার চালু

রুশো রহমান
১৬ আগস্ট ২০১৮, ২০:৪৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২২

বিশেষায়িত ডিজিটাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান
গার্মেন্ট কর্মীদের কাছে সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সরকারি-বেসরকারি সেবা পৌঁছে দিতে এটুআই প্রোগ্রামের উদ্যোগে গাজীপুরে পাঁচটি এবং মৎস্য শিল্পের সঙ্গে জড়িত কর্মীদের জন্য খুলনায় একটি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএনডিপি এবং ইউএসএইডের সহায়তায় এটুআই প্রোগ্রামের উদ্যোগে গাজীপুরে টঙ্গীর উত্তর দত্তপাড়া (টেগবাড়ী) এলাকায় স্থাপিত ডিজিটাল সেন্টারগুলোর কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
গার্মেন্টস এবং মৎস্যশিল্পের সঙ্গে জড়িত কর্মীসহ উল্লিখিত এলাকার সব নাগরিক এসব সেন্টার থেকে সহজে, দ্রুত ও স্বল্পব্যয়ে ১৫০-এর অধিক সরকারি-বেসরকারি সেবা, আর্থিক অন্তর্ভুক্তিকরণ সেবা, এজেন্ট ব্যাংকিং ও রুরাল ই-কমার্স ‘একশপ’-এর মাধ্যমে প্রায় ৫ লাখের বেশি পণ্য অনলাইনে ক্রয়-বিক্রয় করতে পারবে। গাজীপুর ও খুলনায় সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তির জন্য স্থাপিত সেন্টারে তিনটি সেন্টার ডব্লিউসিসির সঙ্গে  সংযুক্ত। এরমধ্যে দুটি গাজীপুরের টঙ্গী ও কোনাবাড়ী এলাকায় এবং বাকি একটি খুলনার রূপসা এলাকায় অবস্থিত। অন্য তিনটি সেন্টার গাজীপুরের বোর্ডবাজার, কাশিমপুর ও ভোগরার গার্মেন্টস অধ্যুষিত এলাকায় স্থাপন করা হয়েছে। প্রতিটি ডিজিটাল সেন্টারে একজন পুরুষ ও একজন নারী উদ্যোক্তা সেবা প্রদান করবেন। এ বিষয়ে তাদের এটুআই (একসেস টু ইনফরমেশন) থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ডিজিটাল সেন্টারগুলো গার্মেন্টস কর্মীদের কর্মঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে সকাল ৭টা থেকে









রাত ১০টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এটুআই’র পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ডিজিটাল সেন্টারের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএইডের অফিস পরিচালক টম পোপ, ইউএসএইড লিডিরিটি সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর ক্রিস্টোফার জনসনসহ অনেকে। 

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা