X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডে বাংলাদেশের ৭ উদ্যোগ মনোনীত

রুশো রহমান
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৩

 

অতিথিদের সঙ্গে বিজয়ীরা বিশ্বের ডিজিটাল কনটেন্টের সব থেকে সম্মানজনক স্বীকৃতি ‘জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড-২০১৮’-এর মূল পর্বে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ৭টি উদ্ভাবনী ডিজিটাল উদ্যোগ। আগামী নভেম্বর মাসে ঘানাতে অনুষ্ঠিতব্য বৈশ্বিক পর্বে বিশ্বের ১৬০ দেশের পাঁচশ’র বেশি উদ্যোগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের ডিজিটাল উদ্ভাবনগুলো। সেখানে নির্মাতারা ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডের আন্তর্জাতিক পার্লামেন্টে দর্শকদের সামনে নিজেদের উদ্ভাবন উপস্থাপন করবে।

সম্প্রতি এমসিসি লিমিটেডের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের স্টার্ট-আপ ফ্লোরে ‘ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড বাংলাদেশ’-এর চূড়ান্ত মনোনয়ন পর্ব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর। অনুষ্ঠানে বিজনেস অ্যান্ড কমার্স ক্যাটাগরিতে জেমস ক্লিপ ডট কম (প্রোমোটিং সিম্লিফাইড অফিস সাপ্লাইস প্রোকিওরমেন্ট), এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন এনার্জি ক্যাটাগরিতে জিও-পটেটো, গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন এনগেজমেন্ট ক্যাটাগরিতে সিম্প্লিফিকেশন অব কৃষি অ্যান্ড পল্লী লোন, হেলথ অ্যান্ড ওয়েল বিং ক্যাটাগরিতে টেলি হেলথ ফর পেলিয়েটিভ পেশেন্ট, ইনক্লুশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট ক্যাটাগরিতে লো কস্ট কমিউনিকেশন ডিভাইস ফর পাসরন উইথ স্পিস ডিজঅ্যাবিলিটি, লার্নিং অ্যান্ড এডুকেশন ক্যাটাগরিতে সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, স্মার্ট সেটেলমেন্ট অ্যান্ড আরবানাইজেশন ক্যাটাগরিতে ই-পার্কিং বিজয়ী হয়।  

এর আগে ১৪ সদস্যের একটি জাতীয় জুরি বোর্ড আবেদন পাওয়া ডিজিটাল উদ্যোগগুলোর মধ্য থেকে বাংলাদেশ পর্বে অংশগ্রহণকারী উদ্যোগগুলো যাচাই-বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা করে।

বাংলাদেশে ডাব্লিউএসএর জুরি বোর্ড সদস্য ও ন্যাশনাল এক্সপার্ট এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী আশ্রাফ আবির বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মকে ডিজিটাল উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করে বিশ্বের বিলিয়ন ডলারের বাজারে প্রবেশে সহায়তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডাব্লিউএসএ ডিজিটাল কনটেন্টের সবচেয়ে উচ্চপর্যায়ের বৈশ্বিক মূল্যায়নকারী সংস্থা যেখানে বিজয়ী হওয়ার মাধ্যমে বাংলাদেশি তরুণরা তাদের উদ্ভাবনী পণ্যকে বৈশ্বিক পর্যায়ের নিয়ে যেতে পারবেন। বাংলাদেশে মোবাইলভিত্তিক নানা উদ্ভাবনী ডিজিটাল উদ্যোগ যেভাবে বিকশিত হচ্ছে তা বৈশ্বিক পর্যায়েও সাফল্য অর্জনে সক্ষম হবে।’

আগামী নভেম্বরে জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডাব্লিউএসআইএস)-এর সহযোগিতায় ডাব্লিউএসএ গ্লোবাল কংগ্রেসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এতে ১৭৮টি দেশের ডিজিটাল উদ্ভাবনের নির্মাতা অংশ নেবেন। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে অবদানের জন্য ২০০৩ সাল থেকে অস্ট্রিয়াভিত্তিক এই সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মানসূচক এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে। সম্মানজনক এই অ্যাওয়ার্ডের জুরি বোর্ডে ইতালি, ব্রাজিল, তুরস্ক, ভারত, অস্ট্রিয়া, বাহরাইন, বুলগেরিয়া, ডেনমার্ক, মিসর, জার্মানি, বাংলাদেশ, গুয়েতেমালা, কেনিয়া, ইরান, থাইল্যান্ড, কুয়েতসহ বিশ্বের ৫০ দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব জুরি বোর্ডে রয়েছেন। বিস্তারিত www.wsis-award.org সাইটে গেলে জানা যাবে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ