X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ফেসবুক সুরক্ষায় টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করবেন যেভাবে

সাদিয়া ইসলাম
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৩

ফেসবুক সম্প্রতি ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের পর প্রত্যেকের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সুরক্ষা নিশ্চিত করা যায় ফেসবুক অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অপশন ব্যবহারের মাধ্যমে।
টু-ফ্যাক্টর অথেনটিকেশন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অতিরিক্ত সুরক্ষিত রাখে এবং এতে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকিও অনেক কমে যায়। এই ফিচার ব্যবহার করতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
১. প্রথমেই নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করুন।
২. সেটিংস অপশনে যান।
৩. সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে ক্লিক করুন।
৪. সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে আপনি চেঞ্জ পাসওয়ার্ড এবং লগ ইন উইথ ইওর প্রোফাইল পিকচার অপশন দেখতে পাবেন। তার নিচেই আছে টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশন।

৫. এবার টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশনে ক্লিক করুন।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন সেট করার দুটি পদ্ধতি আছে। প্রথমটি হলো টেক্সট মেসেজ অপশন এবং অপরটি হলো যেকোনও অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করে। যেমন- গুগল অথেনটিকেটর অথবা ডুও মোবাইল।

টেক্সট মেসেজ ব্যবহারের মাধ্যমে অথেনটিকেশন

১. টেক্সট মেসেজ অপশনে ক্লিক করার পর ছয় ডিজিটের একটি কোড আসবে আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে। ভেরিফিকেশনের জন্য ওই কোড নম্বর ব্যবহার করতে হবে।

২. আপনার ফোনে যে কোডটি আসবে সেটি নির্দিষ্ট স্থানে ব্যবহার করলেই কাজ শেষ।

৩. এরপরই একটি কনফারমেশন মেসেজ আসবে- টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশন কার্যকর হয়েছে।

অ্যাপ ব্যবহারের মাধ্যমে অথেনটিকেশন

১. প্রথমে অথেনটিকেটর অ্যাপগুলো ইন্সটল করে নিতে হবে, যদি আগে থেকে ইন্সটল করা না থাকে।

২. এ পর্যায়ে স্ক্রিনে আসা কিউআর কোডটি স্ক্যান করতে হবে অথবা অথেনটিকেটর অ্যাপে যে কোড আসে তা প্রবেশ করাতে হবে।

৩. এরপর আপনি একটি নতুন কোড পাবেন। যখন চাওয়া হবে তখন নির্দিষ্ট সময়ের মধ্যে এই কোডটি ব্যবহার করতে হবে। এরপরই টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশন কার্যকর হবে।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা