X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নির্বাচনকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং মধ্য ডিসেম্বরে?

হিটলার এ. হালিম
২৯ নভেম্বর ২০১৮, ১৭:৪৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৯:১৫

নির্বাচনকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং মধ্য ডিসেম্বরে? একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মধ্য নভেম্বর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নজরদারি (মনিটর) করার কথা থাকলে যথাযথ প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় দেরি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে টেস্ট রান সম্পন্ন হলে মধ্য ডিসেম্বর থেকে মনিটরিং শুরু করবে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ-সংক্রান্ত যন্ত্রপাতি বসানোর কাজ শেষ হতে পারে। সংশ্লিষ্টরা এ-ও বলছেন, সমন্বিতভাবে না হলেও বিভিন্ন বিভাগের মাধ্যমে মনিটরিংয়ের কাজ চলছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও শুরু হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে ফেসবুক, ইউটিউব, টুইটারসহ বিভিন্ন ধরনের ব্লগ ও ওয়েবসাইট মনিটরিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় বিতর্কিত পোস্ট, ঘৃণাসূচক বক্তব্য প্রচার ও কদর্য ভিডিও বার্তা প্রচার করে কেউ যেন সামাজিক অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া টুইটারে সরকারবিরোধী অপপ্রচার যেন কেউ চালাতে না পারে, সেদিকেও নজরদারি করা হবে। পাশাপাশি বিভিন্ন ব্লগসহ এ ধরনের ওয়েবসাইটে যেন কেউ কোনও ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে না পারে, বিনা কারণে উসকানি দিতে না পারে, সেদিকেও চোখ রাখা হবে।

জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের টার্গেট ছিল মধ্য নভেম্বর থেকে মনিটরিংয়ের কাজ শুরু করা। সেটাতে কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি মধ্য ডিসেম্বর থেকে তা সম্ভব হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটর করার জন্য আমরা টেস্ট রান চালাবো। টেস্ট রানে সক্ষমতা অর্জন করলে পূর্ণাঙ্গ মনিটরিং শুরু হবে। তখন কে কী অ্যাপ ব্যবহার করছে, কী ধরনের তথ্য অনলাইনে আপলোড করছে বা কে অনলাইনে খারাপ কী কাজ করছে, তার আমরা দেখতে পারবো, চিহ্নিত করতে পারবো। আমাদের বিভাগের সেই সক্ষমতা দাঁড়াবে।’

তথ্যপ্রযুক্তিমন্ত্রী আরও বলেন, ‘প্রতিটা ডিজিটাল ডিভাইসে প্যারেন্টাল কন্ট্রোল বলে একটা অংশ আছে কিন্তু বেশিরভাগ বাবা-মা তা ব্যবহার করতে পারেন না বা জানেন না। এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। আমরা এমন একটা ব্যবস্থা নিতে যাচ্ছি যেন অনেক সাইট আমাদের দেশে ওপেন (খুলবে) হবে না।’

সরাসরি পর্নোগ্রাফি বন্ধের কথা না বললেও সেই বিষয়ে ইঙ্গিত করে তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, ‘যেসব সাইটের কারণে তরুণরা বিপথগামী হচ্ছে, সেগুলো চালু থাকার দরকার কী।’ তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে অনেক সাইট বন্ধ করা হয়েছে কিন্তু কোনও সুফল দীর্ঘমেয়াদে পাওয়া যায়নি। কারণ, হ্যাকাররা বিভিন্ন উপায়ে ‍ওইসব সাইট আবার চালু করে ফেলেছে। মনিটরিং ডিভাইস বসালে তা আর সম্ভব হবে না।’

জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ডট (ডিপার্টমেন্ট অব টেলিকম), এনটিএমসি (ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার) ও র‌্যাব নির্বাচনের সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটর করবে। তিনটি বিভাগ সমন্বিতভাবে মনিটর করবে না পৃথকভাবে করবে সে বিষয়ে জানতে চাইলে মোস্তাফা জব্বার বলেন, ‘সবাই পৃথকভাবে করলেও একটা সমন্বয় তো থাকবেই। ধরা যাক, ডট যে অংশটুকু মনিটর করবে, র‌্যাব বা এনটিএমসি তা করবে না। ওরা যেটা করবে না, সেটা আমরা করবো। এই সমন্বয় তো কাজে থাকবেই।’ তবে মন্ত্রী এ-ও উল্লেখ করেন, ‘আমাদেরটা তো নির্বাচনকালীন বা স্বল্প সময়ের জন্য নয়। সব সময়ই এটা চলমান থাকবে। ফলে সমন্বয়ের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ নয়।’

সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটর করা হতে পারে। সফটওয়্যার ও হার্ডওয়্যারভিত্তিক দুভাবেই মনিটর করা হতে পারে। অনেক সময় ফেসবুক, গুগলের মতো প্রতিষ্ঠানের কাছে তথ্য চাওয়ার মাধ্যমে সরকার নজরদারি করতে পারে। সরকার যেমন বিভিন্ন সময়ে তার প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়ে থাকে, এবারও সেভাবেই সব ঘটতে পারে। অন্যদিকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, সক্ষমদের মাধ্যমে ফেসবুক নেটওয়ার্ক মনিটর করা হতে পারে।

জানা গেছে, বিদেশে সংশ্লিষ্ট কাজের জন্য পৃথক পৃথক কোম্পানি রয়েছে। সেখানকার প্রতিষ্ঠানগুলো থেকেও সহযোগিতা নেওয়া হতে পারে। বাংলাদেশেও দুই-একটা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো তথ্যপ্রযুক্তি নিয়ে গবেষণা করে থাকে। গবেষণার প্রয়োজনেই প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগমাধ্যম মনিটর করে সমসাময়িক ট্রেন্ড বোঝার জন্য। সরকার এসব প্রতিষ্ঠানের সহযোগিতাও নিতে পারে বলে মনে করে সংশ্লিষ্ট পক্ষগুলো। তথ্যপ্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান প্রেনিওর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নিজামীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সরকারের কোনও পক্ষ থেকে এ ধরনের তথ্য আমাদের কাছে চাওয়া হয়নি।’

সরকার থেকে কোনও ধরনের নির্দেশনা পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে আইআইজি প্রতিষ্ঠান (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ঢাকা হাবের প্রধান নির্বাহী আমিনুল হাকিম বলেন, ‘সরকার থেকে আমরা এ বিষয়ে কোনও নির্দেশনা পাইনি। পেলে যথাযথভাবে প্রতিপালন করা হবে।’ তিনি জানান, ‘মনিটর বা ব্লকের কোনও বিষয় হলে নির্দেশনা আইআইজি লেভেলেই আসবে।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ ধরনের নির্দেশনা যেতে পারে। তার আগে আইআইজিগুলোতে ডিপিআই (ডিপ প্যাকেট ইন্সপেকশন) ডিভাইস বসানো হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নজরদারি করে কোনও কিছু পেলে এই ডিভাইস দিয়ে ফিল্টারিং করা হবে। মনিটরিং হবে এনটিএমসি (ন্যাশনাল টেলিকম মিনটরিং সেল) ও ডটের (ডিপার্টমেন্ট অব টেলিকম) মাধ্যমে। আইআইজির পার্টটা ডট করবে বলে জানা গেছে।

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়