X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘১০ বছরে ই-কমার্স খাতে ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৪১আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৪৩

‘১০ বছরে ই-কমার্স খাতে ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে’ দেশে ৪৫ হাজার লোক ই-কমার্সে কাজ করছেন বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদ্য সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘আগামী ১০ বছরে এই খাতে ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে।’ সোমবার (১৭ ডিসেম্বর) রাতে বাসাবোর ‘সবুজ বলয়ে’ ‘উবার’, ‘পাঠাও’, ‘ট্রাক লাগবে’ ও ‘কাজ কীডটকম’-এর উদ্যোগে আয়োজিত ‘টেকজবস ওয়েবিনিয়ার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আগামীকাল (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগ ইশতেহার প্রকাশ করবে। ইশতেহারে এসব বিষয়ে বিস্তারিত থাকবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ঢাকা-৯ নির্বাচনি এলাকায় একটা সেল তৈরি করতে চাই। কারও ভালো আইডিয়া থাকলে সেখানে দেওয়া যাবে। আমরা উদ্যোগ নেবো ভালো কিছু করার।’ তাহলে কর্মসংস্থানের পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তাও তৈরি হবে বলেও তিনি মন্তব্য করেন।

অ্যাপভিত্তিক কার-সেবা ‘উবার’-এর কান্ট্রি লিড কাজী জুলকারাইন ইসলাম, রাইড শেয়ার অ্যাপ ‘পাঠাও’-এর পরিচালক সিফাত হাসান, ফ্রিল্যান্সারদের কাজের খোঁজ দেওয়া প্রতিষ্ঠান কাজ কি’র প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী সাব্বির আহমেদ এবং ‘ট্রাক মালিক’ ও ‘যাদের ট্রাক প্রয়োজন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এনায়েত রশীদ অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে সংযুক্ত ছিলেন।

এছাড়া, অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের তরুণ-তরুণী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানটি ফেসবুকের মাধ্যমে লাইভ দেখানো হয়। এ কারণে আয়োজকরা বলছেন, এটা ওয়েবিনিয়ার। অনুষ্ঠানস্থলে বড় পর্দায় উদ্যোক্তা প্রতিনিধিদের দেখানো হয়। তারা তাদের কাজ ও কর্মসংস্থানের কথা তুলে ধরেন। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার চাকরিপ্রত্যাশী, উদ্যোক্তা হতে চাওয়া তরুণদের কথা শোনেন। একইসঙ্গে কীভাবে কাজে যুক্ত হওয়া যাবে, সেসব বিষয়ও তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবের হোসেন চৌধুরী।    

পাঠাও-এর পরিচালক সিফাত হাসান বলেন, ‘আমরা যাত্রীদের নিরাপত্তার জন্য এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছি। রাইড সেবা দেওয়ার পাশাপাশি মানুষের আয়ের ব্যবস্থাও করেছি। পাঠাও বর্তমানে ৫টি সেবা দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা হাজার হাজার হেলমেট বিতরণ করেছি। কেউ খারাপভাবে গাড়ি চালালে গ্রাহক সরাসরি অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ প্রমাণিত হলে তাদের বাদ দিচ্ছি। অনেক সময় তাদের ভালোভাবে প্রশিক্ষণ দিয়েও গড়ে তুলছি।’

সাব্বির আহমেদ বলেন, ‘কারও যদি ভালো কোনও আইডিয়া থেকে থাকে, তাহলে সে যেন তা বাস্তবায়নে নেমে পড়ে। ইনভেস্টমেন্ট (বিনিয়োগ) চলে আসবে।’

কাজী জুলকারাইন ইসলাম বলেন, ‘প্রযুক্তি খাত খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এই খাতে ভালো করতে হলে কান পেতে থাকতে হবে। লেগে থাকতে হবে। অনেক সুযোগ আছে এই খাতে ভালো কিছু করার। তবে শর্টকাটে বড় হওয়া যাবে না।’

 

 

 

/এইচএএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক