X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

দেশের মানুষ টুজি, থ্রিজি ও ফোরজির পার্থক্য বোঝে: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ২০:১০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২০:৩৫

রবি’র ভিওএলটিই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের মানুষ এখন টুজি, থ্রিজি, ফোরজির পার্থক্য বোঝে। তাদের সঙ্গে আর প্রতারণা করা যাবে না। মোবাইলফোন অপারেটরগুলোকে ভালো সেবা দিতেই হবে। সেবা খারাপ হলে কেউ কোনও ছাড় পাবে না। দেশে প্রথমবারের মতো ভয়েস ওভার লং টার্ম ইভোলিউশন (ভিওএলটিই) প্রযুক্তির এর পরীক্ষামূলক ব্যবহার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোবাইলফোন অপারেটর কোম্পানি রবি বুধবার (১৬ জানুয়ারি) ভিওএলটিই প্রযুক্তির সফল পরীক্ষা চালায়। এর মধ্য দিয়ে দেশের প্রথম অপারেটর হিসেবে ৪.৫জি নেটওয়ার্কে ভয়েস সেবা দিতে প্রস্তুত এখন রবি।

রাজধানীর গুলশানে রবি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিওএলটিই প্রযুক্তি পরীক্ষামূলক ব্যবহার করে দেখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।  তিনি অনুষ্ঠানের বিশেষ অতিথি  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হককে রবির ৪.৫জি নেটওয়ার্কে ভয়েস কল দিয়ে ভিওএলটিই প্রযুক্তি পরীক্ষা করেন এবং উভয়ে সন্তোষ প্রকাশ করেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘আমি রবিকে ৪.৫জি নেটওয়ার্ক গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার আহ্বান জানাই। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হতে রবিকে আমাদের পাশে প্রয়োজন।’

তিনি বলেন, ‘দেশের মানুষ এখন টুজি, থ্রিজি, ফোরজির পার্থক্য বোঝে। তাদের সঙ্গে আর প্রতারণা করা যাবে না। আমাদের দেশের মানুষের মতো অন্য কোনও দেশের মানুষ পাওয়া যাবে না যারা খুব সহজে প্রযুক্তি লুফে নেয়, এটি একটি বিরল দৃষ্টান্ত।’

মোবাইলফোন অপারেটরগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘ভালো সেবা দিতেই হবে। সেবা খারাপ হলে কেউ কোনও ছাড় পাবে না।’

বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বলেন, ‘শুধু কল্পনা নয়, গত ১০ বছরে আমরা কিন্তু অনেক এগিয়ে গিয়েছি।’

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাবউদ্দিন আহমেদ বলেন, ‘আমি টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসিকে ভয়েস ওভার এলটিই ব্যবহার উপযোগী ডিভাইসের ব্যবহার বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করবো। তাহলে আমাদের গ্রাহকরা ভয়েস ওভার এলটিই চালুর পরে সেবার মানের ক্ষেত্রে যে পরির্বতন হয়েছে তা উপভোগ করার সুযোগ পাবেন।’

অনুষ্ঠানে জানানো হয়, ‘ভিওএলটিই সেবা কার্যকর হলে গ্রাহকরা এইচডি (হাই ডেফিনিশন) ভয়েস কল উপভোগের পাশাপাশি দ্রুততর কল সংযোগের সুবিধা পাবেন। ভিওএলটিই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা ভয়েস ও ডাটা উভয় সেবাই উপভোগ করতে পারবেন। এলটিই ডেটা নেটওয়ার্কে আলাদাভাবে ভয়েস সেবাকেও কার্যকর রাখে ভিওএলটিই প্রযুক্তি।

মোবাইলফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ-এর একটি গবেষণা প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো ইত্যাদি ওটিটি (ওভার দ্য টপ) সেবার চেয়ে ভিওএলটিই সেবায় স্মার্টফোনের ব্যাটারি লাইফ ৪০ শতাংশ পর্যন্ত বেশি পেয়ে থাকেন গ্রাহকরা।

অনুষ্ঠানে বিটিআরসির কমিশনার, মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের