X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হুয়াওয়ে-জেডটিই নিষিদ্ধের খবর নাকচ করলো ইতালি

আসির আহবাব নির্ঝর
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৯

হুয়াওয়ে কয়েকদিন আগে গুঞ্জন ওঠে, ফাইভ-জি নেটওয়ার্ক তৈরিতে হুয়াওয়ে ও জেডটিই করপোরেশনকে নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি। কিন্তু এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য বলা হয়।
এ সম্পর্কে ইতালির সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিষিদ্ধ করার মতো কোনও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আমাদের নেই।
হুয়াওয়ে বিশ্বের অন্যতম শীর্ষ টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান। কিন্তু সাম্প্রতিক সময়ে চীন সরকারের সঙ্গে তাদের সংযোগ আছে বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। বলা হচ্ছে, হুয়াওয়ের তৈরি যন্ত্রপাতির সাহায্যে চীন সরকার বিভিন্ন দেশকে নজরদারির মধ্যে রাখবে। অবশ্য এ ধরনের দাবি বারবারই অস্বীকার করে এসেছে হুয়াওয়ে।
গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ইতালির দৈনিক লা স্টাম্পা দেশটির সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, চীনের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ফাইভ-জি সংক্রান্ত চুক্তি বাতিল করতে পারে রোম।
অবশ্য পরবর্তীতে ইতালির শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীনের প্রযুক্তি ব্যবহারের কোনও হুমকির প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে তারা এটাও জানায়, জাতীয় নিরাপত্তার বিষয়টি আমাদের এখানে সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এজন্য কোনও ঝুঁকির সম্ভাবনা থাকলে তাদের বয়কট করা হবে।

এদিকে জার্মান চ্যান্সেলর ফাইভ-জি মোবাইল ফোন নেটওয়ার্ক গড়ে তোলা প্রসঙ্গে বলছেন, চীন সরকারের কাছে কোনও তথ্য সরবরাহ না করার বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিতে হবে হুয়াওয়েকে। এরপরই তারা জার্মানিতে ফাইভ-জি নেটওয়ার্ক নিয়ে কাজ করার সুযোগ পাবে।

প্রসঙ্গত, হুয়াওয়ের যন্ত্রপাতির মাধ্যমে চীন সরকার বিভিন্ন দেশের তথ্য হাতিয়ে নেবে বলে প্রথম অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এরপরই বিভিন্ন দেশ তাদের সঙ্গে সুর মেলাতে শুরু করে। অবশ্য এখনও পর্যন্ত চীন সরকারের সঙ্গে হুয়াওয়ের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি কেউই।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক