X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আইসিটিখাতের উন্নয়নে যুক্তরাজ্য ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে: পলক

টেক রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৪

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে অন্যরা তথ্যপ্রযুক্তিখাতের উন্নয়ন ও বিকাশ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ও যুক্তরাজ্য একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে যুক্তরাজ্যের হাউজ অব লর্ডস, হাউজ অব কমন্স ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিসহ উপদেষ্টাদের সঙ্গে মতবিনিয়মকালে এ আগ্রহের কথা জানা যায়।

লন্ডনের স্থানীয় একটি হোটেলে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন এ মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, হাউজ অব লর্ডস-এর ইন্টারন্যাশনাল রিলেশন কমিটির চেয়ারম্যান লর্ড হাওয়েল, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক দূত রুশনারা আলী, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুনা তাসনীম প্রমুখ।

বৈঠকে জুনাইদ আহমেদ পলক গত ১০ বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বিভিন্ন কার্যক্রম, বিশেষকরে আইটি খাতে বিনিয়োগকারীদের জন্য হাইটেক পার্ক স্থাপন, আইটি সংঞ্জামাদি আমদানি-রফতানির ওপর শুল্ক হ্রাস, প্রত্যাহারসহ গৃহীত বিভিন্ন বিষয়ে তাদের অবহিত করেন। হাইটেক পার্কে বিভিন্ন বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি বিনিয়োগ করছে। তিনি বলেন, ‘উন্নয়নের অংশীদার যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র।’ সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে আইসিটি খাতসহ বিভিন্ন খাতের যুক্তরাজ্যের বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ডিজিটাল বিপ্লবে বিশ্বে নিজেদের অবস্থান করে নেওয়ার সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল সেবা পৌঁছানো সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া আইসিটি প্রতিমন্ত্রী এলআইসিটি আয়োজিত বাংলাদেশ ইয়োর নেক্সট আইটি ডেস্টিনেশন শীর্ষক সেশনে প্রধান অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন। 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!