X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

‘সাইবার নিরাপত্তা নিশ্চিতে পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই’

রুশো রহমান
০৩ মার্চ ২০১৯, ২০:২৫আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২০:২৫

গুও পিং সাইবার সিকিউরিটি নিশ্চিত করার ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক গবেষকদের কাছে পরামর্শ নিতে ইন্ডাস্ট্রি ও সরকারকে এক হতে আহ্বান জানিয়েছেন হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান গুও পিং। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৯-এ মূল বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বক্তব্য দেয়ার সময় গুও পিং সবচেয়ে শক্তিশালী ৫জি নেটওয়ার্ক গঠনে হুয়াওয়ের অবদানের কথা উল্লেখ করে বলেন, নিরাপত্তা নিশ্চিত না করলে উদ্ভাবনের কোনও মাহাত্ম নেই। আর এ লক্ষ্যে সব প্রতিষ্ঠান ও সরকারের একজোট হয়ে কাজ করা উচিত।
নিরাপত্তা ইস্যুর কারণে করে গত কয়েক মাস হুয়াওয়ের জন্য বেশ চ্যালেঞ্জ ছিল। কিন্তু হুয়াওয়ে ইতিমধ্যে দাবি করেছে প্রতিষ্ঠানটি কখনোই গ্রাহকদের তথ্য পাচার করেনি, করবেও না। কোনও তৃতীয় পক্ষকেও তাদের সরঞ্জাম ব্যবহার করে এমন কাজের অনুমতি দেবে না। ২০১৮ সালের ইইউ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর অ্যান্ড ডি) বিনিয়োগের স্কোরবোর্ডে হুয়াওয়ে বিশ্বব্যাপী পঞ্চম স্থানে রয়েছে। গত বছর প্রতিষ্ঠানটি ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
গুও পিং বলেছেন, প্রকৌশল খাতে আমরা যত বেশি বিনিয়োগ করব, প্রযুক্তিগত দিক দিয়ে আমরা ততো বেশি এগিয়ে যাব। হুয়াওয়ে বিশ্বের যেকোনও প্রান্তে অন্যদের চেয়ে দ্রুতগতিতে যেকোনও ক্যারিয়ারে শক্তিশালী, সহজ ও বুদ্ধিমান ৫জি নেটওয়ার্ক স্থাপন করতে পারে । হুয়াওয়ে ৫জি নেটওয়ার্কে শীর্ষস্থানীয়। কিন্তু আমরা জানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে উদ্ভাবন কোনও কাজে আসবে না।
নিরাপত্তা বিষয়ে গুরুত্বারোপ করে গুও পিং ইউরোপের অ্যাসুরেন্স টেস্টিং ও সার্টিফিকেশন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এক সঙ্গে কাজ করতে সরকার ও মোবাইল অপারেটরদের ভূমিকা তুলে ধরেন। তিনি প্রযুক্তি সরবরাহকারী, ক্যারিয়ার ও কোম্পানিগুলোর দায়িত্ব চিহ্নিত করেন। তার মতে সবার জন্য একটা নিরাপদ সাইবার পরিবেশ গড়ে তুলতে প্রয়োজন উন্নতমান নিশ্চিতকরণ, বাস্তবতাভিত্তিক নীতি প্রণয়ন ও উদার সহযোগিতা।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ