X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

টিম অলিকের কাছে দুঃখ প্রকাশ করলেন পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৯, ১৬:৪১আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৭:০০

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিজয়ী তিন জনে সঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী



নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ান হয়েও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মূল পর্বে ‘টিম অলিক’ অংশগ্রহণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (২৭ জুলাই) সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারসহ বেশ কয়েকটি প্রকল্পের অবকাঠামোগত নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ডেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

এসময় টিম অলিকের সদস্যদের আইসিটি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। আগামী বছর একই প্রতিযোগিতায় টিম অলিক যাতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করা হবে বলে বলেও জানান তিনি।

যদিও এরই মধ্যে টিম অলিক নাসা থেকে আবারও আমন্ত্রণ পেয়েছে।  

প্রসঙ্গত, গত ২১ ও ২২ জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে অনুষ্ঠিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-প্রতিযোগিতার মূল পর্বে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করলেও ভিসা না পওয়ায় যেতে পারেনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল টিম অলিক।   

টিম অলিকের কাছে দুঃখ প্রকাশ করলেন পলক

এ বিষয়ে প্রতিমন্ত্রী পলক তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ মেধাবী, তারা প্রথম নাসা অ্যাপ চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছিল। কথা ছিল আমেরিকায় কেনেডি স্পেস সেন্টারে গিয়ে তাদের সেই স্বপ্নের অ্যাপ্লিকেশনটি তুলে ধরার। কিন্তু আমাদের আইসিটি বিভাগ থেকে সব সহযোগিতা করার পরেও আমেরিকান দূতাবাস নির্দিষ্ট সময়ে ভিসা না দেওয়ায় তাদের সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়নি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আইসিটি বিভাগ সব সময় উদ্যোক্তা ও তরুণ উদ্ভাবকদের পাশে আছে এবং থাকবে জানিয়ে পলক লেখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাসা স্পেস অ্যাপস বিজয়ী টিমের পাশে আছি আমরা। গিয়েছিলাম সিলেট বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক- এ শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারসহ বেশ কিছু অবকাঠামোগত নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। এরপর চ্যাম্পিয়ন এই টিমকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম। মাহাদির নেতৃত্বে এসেছিলো তিনজন। তাদের মুখেই শুনলাম বিস্তারিত। আমি অত্যন্ত আনন্দিত যে, তারা তাদের মনোবল অটুট রেখেছে। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় তারা আত্মবিশ্বাসী। আমি তাদের মনোবল দেখে মুগ্ধ হয়েছি।

তারা আমাকে জানিয়েছে, তাদের ভিডিও প্রেজেন্টেশনটি কেনেডি স্পেস সেন্টারে প্রদর্শিত হয়েছে এবং অলিক টিমকে আগামী বছর একই প্রতিযোগিতায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাবে। এসব বিষয়ে ইতোমধ্যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আমি আশাবাদী আগামীতে তাদের কেনেডির স্পেস সেন্টারে পাঠাতে পারব ইনশাআল্লাহ্। অলিক টিমের স্বপ্ন পূরণে পাশে থাকবে আইডিয়া ও আইসিটি বিভাগ।

 

/এএইচএএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্বশীল সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের এগিয়ে চলা
দায়িত্বশীল সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের এগিয়ে চলা
ইউক্রেন-রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্প
ইউক্রেন-রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্প
‘যারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই’
‘যারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই’
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে
সর্বাধিক পঠিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ