X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

গুগল ক্রোমের যেসব এক্সটেনশন ডাউনলোড হয়েছে বেশিবার

আসির আহবাব নির্ঝর
০৬ আগস্ট ২০১৯, ২০:৪৬আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২০:৪৬

গুগল ক্রোম বিশ্বজুড়ে যেসব ব্রাউজার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে গুগল ক্রোম অন্যতম একটি। এতে এমন কিছু ফিচার আছে যা অন্য কোনও ব্রাউজারে পাওয়া যায় না। গুগল ক্রোমের আরও একটি আকর্ষণীয় ফিচার হলো ক্রোম এক্সটেনশন যা একজন ব্যবহারকারীর কাজ আরও সহজ এবং গতিশীল করে।
গুগল ক্রোমের অনেক এক্সটেনশন আছে। তবে এগুলোর মধ্যে মাত্র অল্প কয়েকটা এক্সটেনশন অনেক বেশি জনপ্রিয়। একটি এক্সটেনশন মনিটর ওয়েবসাইটের বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, গুগল ক্রোমের মাত্র ১৩টি এক্সটেনশন ১ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-
সিসকো ওয়েবেক্স এক্সটেনশন: এটা হলো একটা কলাবোরেশন টুল যার সাহায্যে ব্যবহারকারীরা ভিডিও কল, চ্যাট ছাড়াও অনেক কিছু ব্যবহারে সহযোগিতা করে। রিপোর্ট শেয়ার, কনফারেন্সে কাউকে যুক্ত করা কিংবা কল রেকর্ডের ক্ষেত্রেও এটি কার্যকরী।
গুগল ট্রান্সলেট: গুগল ট্রান্সলেট ক্রোম এক্সটেনশনটি গুগলের তৈরি এবং এটির ব্যবহার খুবই সহজ। আপনি যেকোনও একটি শব্দ বা বাক্য নির্বাচন করে তা গুগল ট্রান্সলেটে দিয়ে দিলেই আপনার নির্ধারিত ভাষায় অনুবাদ হয়ে তা চলে আসবে।
অ্যাভাস্ট অনলাইন সিকিউরিটি: আপনি যত ওয়েবপেজ ওপেন করেন তার সবগুলোই চেক করে এই এক্সটেনশন। এটি মূলত ম্যালওয়্যার চেক করে। এছাড়া বিভিন্ন ধরনের সাইবার হামলা থেকেও রক্ষা করে অ্যাভাস্ট অনলাইন সিকিউরিটি।
অ্যাডোব অ্যাক্রোব্যাট: অ্যাডোব অ্যাক্রোব্যাট এক্সটেনশনের দাবি, যেকোনও ওয়েব পেজকে ভালো মানের পিডিএফে রূপান্তরে সক্ষম এটি। এই এক্সটেনশন অবশ্য শুধু উইন্ডোজ ডিভাইসগুলোর জন্য।

গ্রামারলি ফর ক্রোম: গ্রামারলি ফর ক্রোম এক্সটেনশনটি কনটেন্ট নির্মাতাদের জন্য বেশ কার্যকরী একটি অ্যাপ। এটা মোটামুটি সব ওয়েবসাইটে কাজ করে এবং যেসব জায়গায় গ্রামার ভুল থাকে সেসব জায়গা ঠিক করে দেয়।

অ্যাডব্লক প্লাস- ফ্রি অ্যাডব্লকার: অ্যাডব্লক প্লাস দাবি করে, ওয়েবসাইট ব্রাউজের সময় অপ্রয়োজনীয় বিজ্ঞাপন সরিয়ে ফেলে তারা। এতে ব্যবহারকারীরা সহজে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন। এই এক্সটেনশন ফেসবুক ও ইউটিউব ভিডিও অ্যাডের ক্ষেত্রেও কাজ করে।

প্রিন্টারেস্ট সেভ বাটন: প্রিন্টারেস্ট সেভ বাটন দিয়ে আপনি যেকোনও আইডিয়া, রেসিপি, প্রজেক্ট ইত্যাদি সেভ করে রাখতে পারবেন। পরবর্তী সময়ে সেগুলোতে প্রবেশ করা যাবে। এছাড়া এতে বিল্ট-ইন ভিজ্যুয়াল সার্চ টুলও আছে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার