X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় রাতে শুধু ভয়েস কল

হিটলার এ. হালিম
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৩





রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দিনের বেলা মোবাইল সংযোগ পুরোদমে চালু থাকলেও রাতে শুধু টু-জি নেটওয়ার্ক চালু থাকবে। এর মাধ্যমে শুধু কথা বলা (ভয়েস কল) যাবে। প্রতিদিন বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১৩ ঘণ্টা থ্রি-জি, ফোর-জি চালু থাকবে না।
এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প এলাকায় (উখিয়া ও টেকনাফ থানা) এখন থেকে প্রতিদিন বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত টু-জি নেটওয়ার্ক চালু থাকবে। এতে করে ওই এলাকার মানুষ শুধু ভয়েস কল করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে একটি কমিটি গঠন করে দিয়েছি। তারা ৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে সিম সংযোগ বন্ধ করে দেওয়া হবে।’ এছাড়া এর সঙ্গে করা জড়িতদের চিহ্নিত করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও জানান, অবৈধ সিমের কথা বলা হচ্ছে। বর্তমান আইন অনুসারে একজন সর্বোচ্চ ১৫টি সিম নিতে পারেন। ওই এলাকায় সিম নেওয়া হয়েছে মানে কারও না কারও ফিংগার প্রিন্টও আছে। ফলে কারা সিম নিয়েছে, কারও মাধ্যমে রোহিঙ্গাদের হাতে সিম গেছে কিনা, তা কমিটির প্রতিবেদনের ভিত্তিতে খুঁজে বের করা হবে বলে জানান তিনি।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোহিঙ্গা এলাকায় মোবাইল নেটওয়ার্কের বিষয়ে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তিনি জানান, নতুন নিয়ম থাকলেও বর্ডার এলাকার মোবাইল টাওয়ারে টিএ (টাইমিং অ্যাডভান্স) ভ্যালু বজার রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসি থেকে নতুন এ নির্দেশনা এরই মধ্যে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে রবিবার (১ সেপ্টেম্বর) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশ দেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তবে পরে এ অবস্থান থেকে সরে এসে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হলো। 

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন