X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চীনে আর তৈরি হবে না স্যামসাং মোবাইল

আজরাফ আল মূতী
০৩ অক্টোবর ২০১৯, ২১:০৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২১:০৩

স্যামসাং মোবাইলের শোরুম চীনে আর ফোন তৈরি করবে না স্যামসাং। দেশটিতে অবস্থিত নিজেদের শেষ ফোন কারখানা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, নিজস্ব সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই চীনের হুইঝো অঞ্চলে অবস্থিত ওই কারখানা বন্ধ করেছে স্যামসাং।

এনগেজেটের বরাতে আরও জানা গেছে, চীন থেকে সরে আসার কারণটি খোলাসা করেনি প্রতিষ্ঠানটি। তবে দেশটিতে ফোনের বাজার ধরতে অসুবিধা হচ্ছিল তাদের। বহু আগে থেকেই চীনে তৈরি হচ্ছে স্যামসাং ফোন, তারপরও দেশটির ফোন বাজারের এক শতাংশও দখল নিতে পারেনি তারা। মাঝখানে কিছু সময়ের জন্য বাজারের এক শতাংশ ক্রেতা হাতে পেলেও, তা হারিয়েছে বহু আগেই।

বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার রিসার্চ নিজেদের এক প্রতিবেদনের আলোকে জানিয়েছে, চীনের ফোন বাজারে চিড়েচ্যাপ্টা অবস্থা হয়েছে স্যামসাংয়ের। দেশটির ফোনের ক্রেতারা মূলত দুই ভাগে বিভক্ত। এক ভাগ নিজেদের জন্য স্থানীয় নির্মাতাদের তৈরি স্বল্পমূল্যের ফোন কিনে থাকে, আরেক ভাগ দামি ফোন কিনলেও পছন্দ করে অ্যাপল বা হুয়াওয়ের পণ্য। এরকম বাজারে কোনও দিক থেকেই প্রতিযোগিতায় সুবিধা করে উঠতে পারছে না স্যামসাং। এদিকে চীনে ফোন তৈরির খরচও প্রতিনিয়ত বাড়ছে।

এই টালমাটাল অবস্থা সামাল দিতে অনেক দিন ধরেই চেষ্টা করছে দক্ষিণ কোরিয়ান এই প্রতিষ্ঠানটি। এনগেজেট জানিয়েছে, ২০১৮ সালের শেষ দিকে এসে খরচ কমাতে নিজেদের একটি কারখানা বন্ধ করে দেয় স্যামসাং। আর এ বছরের জুন মাসে হুইঝো অঞ্চলের কারখানাটিতে নিজেদের উৎপাদনের পরিমাণ কমিয়ে দিয়েছিল এক ধাপ, তারপরেও শেষ রক্ষা হয়নি।

তবে চীনে উৎপাদন বন্ধ করলেও দেশটিতে ফোন বিক্রি বন্ধ করছে না স্যামসাং।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!