X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাইবার সিকিউরিটি চর্চা দেবে সুরক্ষা

ইবনুল করিম রূপেন
০৬ অক্টোবর ২০১৯, ২০:৪৮আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৪৮

সাইবার দুনিয়ায় সুরক্ষিত থাকতে হলে ছোট কিংবা বড় ব্যবসা প্রতিষ্ঠানের আকার যেমনই হোক না কেন– সব জায়গায়ই চাই নিরাপদ সাইবার সিকিউরিটির চর্চা। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক একটি প্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটির চর্চাগুলো কেমন হওয়া উচিত:

কর্মী সচেতনতা ও ট্রেনিং: যেকোনও প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তার জন্য সবার আগে প্রয়োজন কর্মী সচেতনতা। বছরে অন্তত একবার নতুন-পুরনো সহকর্মীদের অংশগ্রহণে আয়োজন করুন সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ। ফিশিং ই-মেইল এবং লিংক সম্পর্কে সচেতন করে তুলুন কর্মীদের। এছাড়া যখনই নতুন কোনও কর্মী প্রতিষ্ঠানে যুক্ত হবেন তখনই তাঁকে প্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটির সব  নিয়ম জানিয়ে দিন।

সাপ্তাহিক ব্যাকআপ: বিশেষ দিন, খারাপ আবহাওয়া কিংবা কাজের চাপ যাই থাকুক না কেন সপ্তাহের শেষ দিন ছুটির আগে আগে যার যার পিসির ফাইল ব্যাকআপ করা বাধ্যতামূলক করে দিন। সহকর্মীর সংখ্যা ও কাজের চাপ অনুযায়ী এক বা একাধিক এক্সটার্নাল হার্ডডিস্ক ক্রয় করে নিন। শুরুতে খরচ বেশি হচ্ছে মনে হলেও চূড়ান্ত সময়ে এটি আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে। এছাড়া ক্লাউড ব্যাকআপের ব্যবস্থা নিতে পারেন।

আপ টুডেট ওএস এবং সফটওয়্যার: অনেক সময় ডাটা বাঁচাতে ও ইন্টারনেটের গতি ধরে রাখতে বিভিন্ন অফিসে উইন্ডোজের অটো-আপডেট বন্ধ রাখা হয়। এটি যেকোনও সময় ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। আপনার কাজের নিরবচ্ছিন্নতা ধরে রাখার জন্যই আপনার অপারেটিং সিস্টেম ও প্রতিদিন ব্যবহার করা সফটওয়্যার নিয়মিত আপডেটেড রাখুন।

নতুন কর্মী নেওয়ার আগে যাচাই করে নিন: স্টার্টআপের সংখ্যা বাড়ার সঙ্গে বাড়ছে দক্ষ লোকবলের অভাব। কখনও কখনও এক প্রতিষ্ঠানের লোক অন্য প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করে তথ্য ও কর্মপদ্ধতি জানার আশায়। তাই, নতুন কর্মী নেওয়ার সময় সচেতন হোন, সোশ্যাল মিডিয়ার এই যুগে ফেসবুক প্রোফাইল থেকেও পেয়ে যাবেন যে কারও খুঁটিনাটি।

সর্বোচ্চ সতর্কতা- নিরাপদ অ্যাডমিন ক্রেডেনশিয়াল: ব্যবসায়ের নথি, অনলাইনে অ্যাডমিন ক্রেডেনশিয়াল ইত্যাদি বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অ্যাডমিন আইডির একসেস যেন নির্ধারিত ব্যক্তির বাইরে না যায় সে বিষয়েও সচেতন থাকতে হবে।

এন্ডপয়েন্ট সিকিউরিটির ব্যবহার: আপনার প্রতিষ্ঠানে যদি ন্যূনতম ৫টি কম্পিউটারও থাকে তাহলে এন্ডপয়েন্ট সিকিউরিটির ব্যবহার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ কয়েক হাজার কম্পিউটার হলেও এন্ডপয়েন্ট সিকিউরিটির মাধ্যমে একটি অ্যাডমিন কনসোল থেকেই সব ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখতে পারবেন। বাংলাদেশে বিশ্বের প্রায় সকল নামীদামী অ্যান্টিভাইরাস ব্র্যান্ডের এন্ডপয়েন্ট সিকিউরিটি পাওয়া যায়। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী