Vision  ad on bangla Tribune

মুক্ত ফেসবুকে উচ্ছ্বাস; জয়কে ধন্যবাদ দিলেন পলক

হিটলার এ. হালিম১৫:৪০, ডিসেম্বর ১০, ২০১৫

palak thanks Joyবৃহস্পতিবার দুপুর দেড়টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দিতে বললেন বিটিআরসিকে। এরপরে একে একে খুলতে থাকে ফেসবুক। প্রথমে মোবাইলফোন অপারেটররা, পরে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো মুক্ত করতে থাকে বন্ধ থাকা ফেসবুক। মুহূর্তে উচ্ছ্বাসমাখা স্ট্যাটাসে ভরে যেতে থাকে ফেসবুকের ওয়াল।

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্ট্যাটাস দেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মের গর্ব, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়কে অশেষ ধন্যবাদ বাংলাদেশে ফেসবুক পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য।’

সাংবাদিক প্রভাষ আমীন দেন উচ্ছ্বাস ভরা স্ট্যাটাস। তিনি লেখেন, সব্বাইকে বৈধ ফেসবুকীয় শুভেচ্ছা।

সাংবাদিক মেনন মাহমুদ লিখেছেন, এইবার এইবার খুকু চোখ খুললো...।

গোলাম দস্তগীর নামের একজন লিখেছেন, আমাদের ফেসবুক আমাদের মাঝে ফিরে এসেছে।

কেউ কেউ এরই মধ্যে প্রোফাইল পিকচারও পরিবর্তন করেছেন।

আবার কেউ মজা করে লিখেছেন, চারটি ব্যবহৃত ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) বিক্রি হবে। প্রকৃত ক্রেতারা যোগাযোগ করুন। একজন তো লিখেছেন, এটাই ভিপিএন ব্যবহার করে দেওয়া শেষ স্ট্যাটাস।

আবুল হাসনাত লিখেছেন, বন্ধ কপাট খুলে গেছে। এবার লাইক, কমেন্টসের জোয়ার ছুটুক।

বিশিষ্ট প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার তার ওয়ালে লিখেছেন, ‘অনেকদিন পর আবার দেখা হলো তোমার সাথে হে ফেসবুক, বাংলাদেশে আবার তোমাকে স্বাগত!’

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন লিখেছেন, ‘কত কথা জইম্মা আছে/এখন প্রাণ খুলে লিখুম।’

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ফজলে রাব্বি লিখেছেন, অ্যাট লিস্ট উইদআউট  ভিপিএন।

মমিনুল ইসলাম লিটন লিখেছেন, ‘খুলেছেরে খুলেছে, ফেসবুক খুলেছে। ফেসবুকের সাথে গত ২২ দিনে যে সম্পর্ক তৈরি হয়েছিল তা ছিল অনেকটা পরকীয়া প্রেমের মতো। প্রেম ছিল প্রচণ্ড, কিন্তু সবই হতো গোপনে, সেটা সামাজিকভাবে বৈধ ছিল না। সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা।’

সাংবাদিক আল মামুন তার ওয়ালে ‍তুলে দিয়েছেন, ‘অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছে ফেসবুক! আসুন আমরা তাকে বরণ করে নিতে ফুলের মালা নিয়ে জেলগেটে যাই!

/এইচএএইচ/এফএ/

লাইভ

টপ