X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

‘পোস্ট ই-সেন্টার’ হচ্ছে ডাকঘর

হিটলার এ. হালিম
১১ জানুয়ারি ২০১৬, ০২:৫৪আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ০৩:০৩

বাংলাদেশে ডাক বিভাগ দেশের ডাকঘরগুলোর আধুনিকায়ন, উন্নয়ন ও ইমেজ বৃদ্ধিতে একাধিক উদ্যোগ বা প্রকল্প গ্রহণ করছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এর একটি হলো, ডাকঘরের মাধ্যমে সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণ। সংশ্লিষ্টরা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ডাকঘরই ‘পোস্ট ই-সেন্টারে’ পরিণত হবে। একইসঙ্গে ডাকবিভাগ এর হারানো ঐতিহ্য ফিরে পাবে। পাশাপাশি এগিয়ে যাবে সামনের দিকে। সম্প্রতি ‘পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প’ হাতে নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এই প্রকল্পের আওতায় সামাজিক নিরাপত্তার ভাতা বিতরণ করা হবে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সামাজিক নিরাপত্তার সব ধরনের ভাতা গ্রামীণ ডাকঘর ও পোস্ট ই-সেন্টারের মাধ্যমে পরিশোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরই মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের (এটুআই)  সহযোগিতায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় ২০১৫-১৬ অর্থ বছরের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা পাইলট ভিত্তিতে পোস্টাল ক্যাশকার্ডের বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, ডাক বিভাগ ডিজিটাইজড করার পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে আরও নতুন কিছু উদ্ভাবনী প্রকল্প হাতে নেব। তিনি জানান, পোস্টাল ক্যাশ কার্ড (ডাক বিভাগের ডেবিট কার্ড) দিয়ে যেন সব ব্যাংকের এটিম বুথ থেকে টাকা তোলা যায়, আমরা সে পদেক্ষেপই নিতে যাচ্ছি।

পোস্ট ই-সেন্টার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভেতরের প্রান্তিক মানুষ সুবিধা পাবেন। কাউকে আর কারও দ্বারে-দ্বারে ঘুরতে হবে না বলেও তিনি জানান। এই সুবিধা ভবিষ্যতে মোবাইলফোনেও সম্প্রসারণ করা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।  

সূত্রমতে, ডাকঘর আধুনিকায়নে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের সহযোগিতা নেওয়া হচ্ছে। দেশের উপজেলা পর্যায় পর্যন্ত ডাকঘরের একটি কক্ষ টেলিটকের সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সেই কেন্দ্র থেকে ডাকঘরসহ টেলিটকের সব ধরনের ডিজিটাইজেশন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৩ হাজার ৫০৬টি পোস্ট ই-সেন্টার চালু করা হয়েছে। চলতি বছরের ৩০ জুনের মধ্যে ৫ হাজার ৫০০ এবং ২০১৭ সালের জুন মাসের মধ্যে অবশিষ্ট ৩ হাজার (সব মিলিয়ে ৮ হাজার ৫০০টি) পোস্ট ই-সেন্টার চালু করবে সরকার।

সূত্রমতে,  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি)’ প্রকল্পের অধীনে পোস্ট ই-সেন্টারের মাধ্যমে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রায় ৬ লাখ উপকারভোগীর ভাতা বিতরণের জন্য স্থানীয় সরকার বিভাগের সঙ্গে এরই মধ্যে ডাক বিভাগের একটি চুক্তি হয়েছে।

এ প্রসঙ্গে তারানা হালিম বলেন, পাইলট প্রকল্পে সফল হলে আমরা আমাদের কার্যক্ষেত্র সম্প্রসারণ করব। এক সময়ে আমরা সারাদেশকে এই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসব।

/এফএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
মান নিয়ে প্রশ্ন, নেই প্রতিকাররংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার