X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইউল্যাবে হয়ে গেল কানেক্টিং স্টার্টআপস প্রতিযোগিতা নিয়ে সেমিনার

টেক ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৬, ২০:০৫আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ২০:০৬

সেমিনারে বলছেন সামিরা জুবেরী হিমিকা

কানেক্টিং স্টার্টআপস প্রতিযোগিতাকে সামনে রেখে বুধবার একটি সেমিনার হয়ে গেল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব)। সেমিনারে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সফল উদ্যোক্তা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান।

বেসিস সভাপতি শামীম আহসান বলেন,সমাজকে ভালো কিছুর দিকে নিয়ে যেতে পারবে তরুণদের সৃজনশীল চিন্তা। ভিশন ২০২১-কে সামনে রেখে সরকারের আইসিটি বিভাগ বিএইচটিপিএ, বেসিস, বিসিসি ও বেসিস স্টুডেন্ট ফোরামকে সঙ্গে নিয়ে কানেক্টিং স্টার্টআপস আয়োজন করছে।

এছাড়া নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বেসিস সভাপতি জানান, নিজেদের ক্ষুদ্র চেষ্টার প্রতিফলন ঘটানোর মধ্য দিয়েই একজন সফল উদ্যোক্তা হওয়া যায়। তিনি নিজেও অনেক ক্ষুদ্র পরিসরে নিজের ব্যবসা শুরু করেছিলেন বলে জানান।

কানেক্টিং স্টার্টআপস প্রতিযোগিতায় অংশ নিতে ৩০ জানুয়ারির মধ্যে www.connectingstartupsbd.net সাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

সেমিনারে উপস্থিত ছিলেন ইউল্যাবের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইমরান রহমান, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক সাজ্জাদ হোসেন, বেসিসের পরিচালক সামিরা জুবেরী হিমিকা ও বেসিস স্টুডেন্ট ফোরামের আহ্বায়ক আরিফুল হাসান অপু।

কানেক্টিং স্টার্টআপস হচ্ছে নবীন উদ্যোক্তাদের আইডিয়া বাস্তবায়নে সহযোগিতা করার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগসূত্র তৈরির একটি প্রতিযোগিতা।

প্রযুক্তিক্ষেত্রে নতুন উদ্ভাবনী আইডিয়া আপনার থাকলে যেকেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। উদ্ভাবনী ব্যবসায়িক ভাবনা নিয়ে একক কিংবা দলীয়গতভাবে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। এছাড়া যারা ইতিমধ্যে পণ্য বা সেবামূলক স্টার্টআপ ব্যবসা শুরুর পাশাপাশি সৃজনশীল ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রেখেছে তারাও প্রতিযোগিতায় নিজেদের নাম যুক্ত করতে পারবে।

স্টার্টআপ কমিটি প্রতিযোগীদের আবেদন যাচাই করে স্কোর দেবেন। স্কোরের উপর ভিত্তি করে সেরা আবেদনকারীরা তাদের প্রজেক্ট উপস্থাপন করবে যেখান থেকে সেরা ১০ প্রতিযোগী বাছাই করা হবে উদ্ভাবনী ব্যবসায়িক ভাবনা বা আইডিয়া ক্যাটাগরি থেকে এবং বাকি ১০ ফাইনাল প্রতিযোগী বাছাই হবে স্টার্টআপ ব্যবসা বা গ্রোথ স্টেজ ক্যাটাগরি থেকে।

মূল প্রতিযোগিতায় অভিজ্ঞ ও উচ্চপদস্থ প্যানেলের সামনে লড়বে বাছাইকৃত এই ২০ প্রতিযোগী। দুটি ক্যাটাগরির প্রতিটি থেকে ৫টি করে প্রতিযোগী বাছাই করা হবে। বিজয়ী ১০ প্রতিযোগী পাবে জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে স্টার্টআপদের জন্য বরাদ্দকৃত ফ্লোরে অফিস, অর্থসংস্থানের ব্যবস্থা, উদ্ভাবনী অনুদান, মেন্টরশিপ, আইনি সহায়তাসহ বিশ্ব স্টার্টআপস এক্সেলারেটর প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ।

প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বেসিস, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। সহযোগিতা করছে বেসিস স্টুডেন্ট ফোরাম ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

/এইচএএইচ/

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ