behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

সম্পর্কে ভাঙন সৃষ্টি করে ইনস্টাগ্রামের সেলফি?

দায়িদ হাসান মিলন১৬:৫৯, জানুয়ারি ২৮, ২০১৬

ইনস্টাগ্রাম 

ইনস্টাগ্রামে সেলফি পোস্ট করা আপাত দৃষ্টিতে কোনও ক্ষতিকর বিষয় মনে না হলেও সম্প্রতি এক গবেষণায় দেখা যায় এগুলো সম্পর্কে বিরূপ প্রভাব ফেলে।

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এটা উদ্ভাবন করেন, একজন ব্যক্তি ইনস্টাগ্রামে যত বেশি সেলফি পোস্ট করে তত বেশি তার রোমান্টিক সম্পর্কে ভাঙনের সৃষ্টি হয়। তাদের মধ্যে শুরু হয় সংঘর্ষ।

গবেষণাটি পরিচালনা করা হয় ১৮ থেকে ৬২ বছর বয়সী ৪২০ জন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর মধ্যে। সেখানে দেখা যায় তাদের সম্পর্ক ভাঙনের ক্ষেত্রে ইনস্টাগ্রাম প্রভাব বিস্তার করে।

এ সম্পর্কে গবেষক দলের প্রধান জেসিকা রিজওয়ে এবং রুশেল ক্লেটন বলেন, ইনস্টাগ্রামে সেলফি পোস্ট করা পরোক্ষভাবে সম্পর্কে ভাঙন সৃষ্টি করে। আর এ সমস্যা থেকে বের হয়ে আসতে তারা ব্যবহারকারীদের ইনস্টাগ্রামে যথাসম্ভব কম সেলফি পোস্ট করার নির্দেশনা দেন।

গবেষণাটি প্রকাশ করা হয় সাইবার-সাইকোলজি, বিহেভিয়ার অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং নামক একটি জার্নালে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ