behind the news
Vision Led ad on bangla Tribune

প্রযুক্তি বিশ্বের সেরা ১০ চাকরি

দায়িদ হাসান মিলন১৮:২৩, ফেব্রুয়ারি ০১, ২০১৬

তথ্যপ্রযুক্তির সেরা চাকরি ডাকছে আপনাকে

প্রযুক্তি জগতে কাজ করার মাধ্যমে মানুষ তার ক্যারিয়ার উন্নতির শীর্ষে নিয়ে যেতে পারেন। এতে রয়েছে মজার সব কাজ, উচ্চ বেতন এবং বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা। ফলে অন্যান্য অনেক চাকরির চেয়ে প্রযুক্তি ক্ষেত্রের চাকরি তুলনামূলকভাবে অনেক ভালো।

সম্প্রতি গ্লাসডোর প্রযুক্তি জগতের সবচেয়ে সেরা চাকরিগুলোর একটা তালিকা প্রকাশ করেছে। এতে ওই পদগুলোর বার্ষিক মূল বেতন উল্লেখ করা হয়। এ ছাড়াও এই তালিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে জব স্কোর রেটিং এবং ক্যারিয়ার অপুরচুনিটি রেটিং এই দুটি বিষয় যুক্ত করা হয়েছে।

ফলে শুধু বেতন নয়, বাকি দুটি বিষয়সহ গ্লাসডোরের তালিকার শীর্ষে থাকা ১০ চাকরি হলো-

সফটওয়্যার আর্কিটেক্ট, ইউএক্স ডিজাইনার, কিউএ ম্যানেজার, সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজার, অ্যানালিটিকস ম্যানেজার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ম্যানেজার, মোবাইল ডেভেলপার, সলিউশিনস আর্কিটেক্ট এবং ডাটা সায়েন্টিস্ট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ