X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফেসবুকের কিছু উল্লেখযোগ্য ঘটনা

দায়িদ হাসান মিলন
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৫

ফেসবুকের ১২ বছর

কয়েকদিন আগেই এক যুগ পূর্ণ করলো ফেসবুক। দীর্ঘ সময়ে নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সাইটটি। এ ছাড়াও এই ১২ বছরে এটা পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে।

দীর্ঘ এ পথ চলায় ফেসবুক সম্পর্কিত কয়েকটি উল্লেখযোগ্য বিষয় হলো-

১. পৃথিবীর সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী দেশগুলোর তালিকার শীর্ষে রয়েছে ভারত। ফেসবুকের বর্তমান মাসিক মোট সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১ দশমিক ৬ বিলিয়ন। এর মধ্যে ১২৫ মিলিয়ন ব্যবহারকারী হচ্ছে ভারতের। তবে এ বছরের শেষের দিকে এই ব্যবহারকারীর সংখ্যা ১৬১ মিলিয়নে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।

২. ফেসবুকের সবচেয়ে বড় অর্থনৈতিক বাজার যুক্তরাষ্ট্র। ফেসবুকের আয়ের বিশাল একটি অংশ যুক্তরাষ্ট্র থেকে আসে। এক গবেষণায় দেখা যায়, ইউরোপ ও উত্তর আমেরিকা থেকে ফেসবুকের মোট আয়ের ৭৫ শতাংশ আসে।

৩. ফেসবুকের সর্বশেষ আয়ের প্রতিবেদন থেকে দেখা যায়, প্রতি তিন মাসে গড়ে একজন ব্যবহারকারীর কাছ থেকে ফেসবুক আয় করে ৩ দশমিক ৭৩ ডলার। তবে বিশ্বের ব্যবহারকারীদের কাছ থেকে তারা এই পরিমাণ আয় করতে পারে না। কানাডা কিংবা যুক্তরাষ্ট্রের একেকজন ব্যবহারকারীর কাছ থেকে তারা প্রতি তিন মাসে ১৩ দশমিক ৫৪ ডলার আয় করে এবং এশীয় অঞ্চলের ব্যবহারকারীদের কাছ থেকে আয় করে ১ দশমিক ৫৯ ডলার।

৪. ২০১০ সালে ফেসবুক নিয়ে ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ নামে একটি চলচ্চিত্র নির্মিত হয় এবং এটি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়। বিভিন্ন ক্যাটাগরিতে এই চলচ্চিত্রটি বিভিন্ন পুরস্কার লাভ করে। এ ছাড়াও এটা তিনটি বিভাগে অস্কার জিতে নেয়।

৫. ফেসবুক ২০০৯ সালের জুন মাসে মাইস্পেসকে সিংহাসন চ্যুত করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণত হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এই্চএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা