behind the news
Vision  ad on bangla Tribune

ফেসবুকের নতুন ফিচার ‘ভিডিও’

দায়িদ হাসান মিলন১৬:২৫, ফেব্রুয়ারি ২৫, ২০১৬

ভিডিও মেসেজে জন্মদিনের শুভেচ্ছা

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুন একটি ফিচার নিয়ে এসেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বন্ধুদেরকে ভিডিওর মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবে।

কোনও বন্ধুর জন্মদিনে এখন একজন ফেসবুক ব্যবহারকারী ১৫ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে এই শুভেচ্ছা জানাতে পারবেন। এর আগে এই শুভেচ্ছা জানানোর ধরণ ছিল টেক্সট কিংবা ইমেজ। অর্থাৎ ব্যবহারকারীরা তাদের বন্ধুর জন্মদিনে কোনও কিছু লেখার মাধ্যমে কিংবা ছবি আপলোড করার মাধ্যমে শুভেচ্ছা জানাতেন। তবে নতুন এই ফিচারের কারণে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে এক ভিন্ন মাত্রা যোগ হলো।

এখন পর্যন্ত এই ফিচারটি শুধু ফেসবুকের আইওএস  অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মাধ্যমে বন্ধুর ওয়ালে শুভেচ্ছা জানিয়ে সহজেই ভিডিও পোস্ট করা যাবে। এ ছাড়াও ব্যবহারকারী এসব ভিডিওতে ফ্রেমও যোগ করতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ