Vision  ad on bangla Tribune

সিম্ফনি মোবাইলের ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

টেক ডেস্ক১৭:৫৯, ফেব্রুয়ারি ২৫, ২০১৬

সিম্ফনির ডিলার মিট

মালয়েশিয়ার পেনাংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো বাংলাদেশি মোবাইলফোন ব্র্যান্ড সিম্ফনির ডিলার কনফারেন্স-২০১৫। ১১০ ডিলার এবং সিম্ফনির শীর্ষ কর্মকর্তারা ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন।  প্রতি বছরের মতো এবারও সিম্ফনি সফলভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সিফনির চেয়ারম্যান আমিনুর রশিদ প্রতিষ্ঠানটির ক্রমাগত উন্নতির জন্য ডিলারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সিম্ফনি এখন বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড তার পেছনে ডিলারদের অবদান অনস্বীকার্য।

অনুষ্ঠান শেষে ডিলারদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০১৫ সালে সিম্ফনির সেট বিক্রিতে অসামান্য অবদান রাখায় ওয়ান টেলিকমকে বেস্ট ডিলার-২০১৫ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ওয়ান টেলিকমের কর্ণধার বেলাল হোসেন চৌধুরীর হাতে বেস্ট ডিলারের অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট তুলে দেন সিম্ফনির চেয়ারম্যান আমিনুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ, জ্যেষ্ঠ পরিচালক রেজওয়ানুল হক-সহ আরও অনেকে।

/এইচএএইচ/ 

লাইভ

টপ