behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

মার্ক জাকারবার্গ বর্তমানে ৬, আগামীতে কি ১ নম্বর?

টেক ডেস্ক১৫:৫৩, মার্চ ০৩, ২০১৬

মার্ক জাকারবার্গ

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের আয় গত বছর সবচেয়ে দ্রুত হারে বেড়েছে। ২০১৫ সালে তার সম্পদের পরিমাণ ৮০০ কোটি ডলার বেড়েছে।

তার মোট সম্পদের পরিমাণ এখন ৩২ বিলিয়ন ডলার। খবর বিবিসি বাংলার।

৩১ বছর বয়সী জাকারবার্গ ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত ধনীদের সর্বশেষ তালিকায় ৬ নম্বরে উঠে এসেছেন।

অন্যদিকে মাইক্রোসফটের বিল গেটস এখনও বিশ্বের শীর্ষ ধনী।

বিল গেটসের সম্পদের পরিমাণ ৫৩ দশমিক ৮ বিলিয়ন ডলার।

বিলিয়নারদের তালিকায় সর্বকনিষ্ঠ হচ্ছেন ১৯ বছরের তরুণী আলেক্সান্দ্রা অ্যান্ডারসন। তিনি নরওয়ের এক তামাক ব্যবসায়ীর উত্তরাধিকারী।

বিশ্বে বিলিয়নারের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, ৫৪০ জন। চীনে ২৫১, ১২০, রাশিয়ায় ৭৭ এবং ব্রিটেনে ৫০ জন।

/এইচএএইচ/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ