Vision  ad on bangla Tribune

ওকাপিয়ার নতুন ব্র্যান্ড শপ

মাহবুবুর রহমান১৯:২৬, মার্চ ০৭, ২০১৬

ব্র্যান্ডশপ

রাজধানীর বসুন্ধরা সিটিতে নতুন ব্র্যান্ড শপ উদ্বোধন করেছে ওকাপিয়া মোবাইল। ওকাপিয়া মোবাইলের চেয়ারম্যান সুব্রত দাশ বসুন্ধরা সিটিতে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন ও মহা-ব্যবস্থাপক কাজী মনজুর আহমেদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে জানানো হয়, গত ২০১৩ সালে কার্যক্রম শুরুর পর থেকে ওকাপিয়া মোবাইল বাজারে সবসময় মানসম্পন্ন ও অভিনব পণ্য নিয়ে আসছে। সামনের দিনগুলোতেও ওকাপিয়া মোবাইলের আরও অনেক নতুন নতুন হ্যান্ডসেট ও ডিভাইস নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশজুড়ে ওকাপিয়া মোবাইলের সাড়ে ৩০০ -এর বেশি এসআইএস, ৪০টির বেশি ব্র্যান্ড শপ ও ৩৫টির বেশি কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে।

/এইচএএইচ/

লাইভ

টপ