behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

‘পলকের সম্মাননায় বাংলাদেশকে শীর্ষ ১০টি সম্ভাবনাময় দেশের একটি মনে করছে মাইক্রোসফট’

টেক রিপোর্ট১৬:৫৯, মার্চ ১৮, ২০১৬

আহমদুল হক ববি বলেন, এই অর্জনের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রির সম্প্রসারণ আরও বেগবান হবে।

রাজিব আহমেদ বলেন, প্রতিমন্ত্রী লিডারশিপের যথাযথ স্বীকৃতি পেয়েছেন। আগামীতেও এভাবে তার নেতৃত্বে আমরা এগিয়ে যাব।

সোনিয়া বশির কবির বলেন, জুনাইদ আহমেদ পলকের এই স্বীকৃতি পাওয়ায় মাইক্রোসফট বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ১০টি সম্ভাবনাময় দেশের একটি মনে করছে।

এছাড়া অনুষ্ঠানে অ্যাসোসিওর সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বক্তব্য রাখেন।

সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের ওয়েবসাইটে ৪০ বছরের কম বয়সী বিশ্বের অন্যান্য যুব বিশ্ব নেতাদের সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করে। তাঁর নেতৃত্বগুণ, পেশাদারী কর্মসম্পাদন, সমাজের প্রতি অঙ্গীকার এবং আগামীর পৃথিবী রূপায়ণে সম্ভাব্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননায় ভূষিত করেছে। এই নির্বাচনের ফলে জুনাইদ আহমেদ পলক আগামী ৫ বছর ফোরামের সব কনফারেন্স ও কর্মশালায় অংশগ্রহণ করবেন এবং উক্ত ফোরাম নির্বাচিত ব্যক্তিবর্গের অনন্য উদ্যোগে সহযোগিতা করবেন।

/এইচএএইচ/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ