X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘যুদ্ধে নেমেছি, ফেরার সুযোগ নেই’

হিটলার এ. হালিম
২৭ মার্চ ২০১৬, ২৩:১৪আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৯:০৩

ডাক ও টেলিযোগাযোগ  বিভাগের প্রতিমন্ত্রী  তারানা হালিম সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম আবারও বলেছেন, মোবাইলফোনের গ্রাহকের আঙুলের ছাপ কোথাও সংরক্ষণ করা হচ্ছে না, কেবল জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডাটাবেজের সঙ্গে মিলিয়ে নেওয়া হচ্ছে। যাকে বলে ভেরিফিকেশন। তিনি বলেন, ব্যক্তির তথ্য যেমন জাতীয় পরিচয়পত্রের নম্বর, নাম সংরক্ষণ করা হচ্ছে কিন্তু আঙুলের ছাপ নয়।
তিনি বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। গুজব ছড়ানো হচ্ছে। সমস্যা হলো মিথ্যাচারের সঙ্গে একটা সময় আমরা পেরে উঠি না।
রবিবার দুপুরে সচিবালয়ের তারানা হালিম তার দফতরে সাংবাদিকদের বলেন, এখন নিবন্ধনে আঙুলের ছাপ দেওয়া নিয়ে এতো কথা হচ্ছে, কিন্তু মোবাইলফোন অপারেটরদের দেওয়া ফর্মে অনেকেরই আঙুলের ছাপ দেওয়া রয়েছে। ওটা তো আরও ভয়ংকর। কিন্তু সেটা নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি, কথাও বলেনি কেউ। কিন্তু আজ উঠেছে কারণ এটি সম্ভব (সবার সঠিক নিবন্ধন) হলে কেউ আর কোনও ধরণের অনিষ্ট সাধন করতে পারবে না।
তিনি বলেন, অনেক ধরণের চাপ আসছে, বাধা আসছে কিন্তু আমি থামব না। সিম নিবন্ধন কাজটা নিয়ে একপ্রকার যুদ্ধে নেমেছি। শেষ না করে ফেরার কোনও সুযোগ নেই।

তিনি অনলাইনের উল্লেখ করে বলেন, একজন তাতে কমেন্ট করেছেন- আমি একজন দেশপ্রেমিক নাগরিক, তাহলে আমি কেন আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন করবো? উত্তরে আমি বলি, একারণেই করতে হবে। তিনি বলেন, যারা নিবন্ধন করছেন তারা কি সন্ত্রাসী? আমি করছি। আমি কি সন্ত্রাসী? এমপিরা প্রত্যেকে কি সন্ত্রাসী? না, আমরা দেশপ্রেমিক নাগরিক বলে নিজেরটা নিবন্ধন করছি।

পরে তিনি রাজধানীতে নিজের পরিচয় গোপন করে সিম নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে বের হন এবং ফার্মগেটে গ্রামীণফোন সেন্টারে নিজের একটি সিম নিবন্ধন করেন। পরে তিনি আরও একটি সিম নিজের নামে নিবন্ধন করেন।

এ প্রসঙ্গে তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘আমি আজ আমার নিজের দুটি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফাইড করে রি-রেজিস্ট্রি করে নিলাম। আমি নিজের পরিচয় গোপন রেখেই অন্য সব গ্রাহকদের সঙ্গে এক কাতারে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থেকে সিম দুটি রি-রেজিস্ট্রেশন করি।

আমি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে আমার দুটি সিম আজ বায়োমেট্রিক্স পদ্ধতিতে ভেরিফিকেশন করে দুটি সিমের মালিকানা স্বীকার করে নিলাম। আপনারাও আপনাদের স্ব স্ব সিম বায়োমেট্রিক্স পদ্ধতিতে ভেরিফিকেশন করে রি-রেজিস্ট্রেশন করে নিন।’

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে অপারেটররা ঠিক মতো প্রচারণা চালাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, পাবলিসিটি ঠিক মতো হচ্ছে না। পাবলিসিটি ঠিক মতো হলে প্রোপাগান্ডা এতো প্রবল আকার ধারণ করতে পারতো না। পাবলিসিটি কিছু কিছু হচ্ছে। তিনি মনে করেন, অপারেটররা বায়োমেট্রিক ডিভাইসে বিনিয়োগ করেছেন কোনও লাভের আশা ছাড়াই। এ কারণে আমরা তাদের খুব বেশি চাপ দিতে পারছি না।

প্রসঙ্গত,গত ১৬ ডিসেম্বর থেকে দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ছয় অপারেটরের মোট ৪ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৫৫১টি সিমের নিবন্ধন সম্পন্ন হয়েছে। যদিও সিম (আঙুলের ছাপ) ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছিল ৫ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৬৩৭টি। এর মধ্যে ম্যাচ করেনি ৮০ লাখ ৪১ হাজার ১৪৭টি।

ভেরিফায়েড হওয়া সিমের মধ্যে রয়েছে এয়ারটেলের ১৮ লাখ ১৭ হাজার ২২৪, বাংলালিংকের ১ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৬১৮, সিটিসেলের ২৯ হাজার ৫৫৯, গ্রামীণফোনের ২ কোটি ৫৪ লাখ ৫৯ হাজার ৩৬, রবির ৪৫ লাখ ৭৭ হাজার ৩৬৫ ও টেলিটকের ১৮ লাখ ২৭ হাজার ৪৯টি।

/এইচএএইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা