X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াও প্রযুক্তি জগৎ কাঁপাচ্ছেন যারা

দায়িদ হাসান মিলন
০৮ এপ্রিল ২০১৬, ১৫:৫৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৬:০৮

টুইটার ও ফেসবুক

বাংলাদেশে বাবা-মা এবং ছেলে-মেয়েরা প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কিন্তু বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের সফল উদ্যোক্তাদের দেখলে আমরা ভিন্ন কিছুর আভাস পাই। তাদের কাছ থেকে অন্তত এটা শেখা যায়, মিলিয়নিয়ার হতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর বেশি গুরুত্ব না দিলেও চলে। খুব ভালো একটি আইডিয়া-ই এ জন্য যথেষ্ট।

প্রযুক্তি ক্ষেত্রে এরকম অসংখ্য উদাহরণ আছে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে কখনোই সেভাবে গুরুত্ব দেয়নি। তবে তারা তাদের আইডিয়া দিয়ে কাঁপাচ্ছে পুরো বিশ্বকে। কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বিপুল সংখ্যক মানুষের। এরকম মানুষদের মধ্যে সবচেয়ে ভালো উদাহরণ হলো- বিল গেটস ও মার্ক জাকারবার্গ। এই দু’জন তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেননি। শুধু তাই নয়, এরা বিশ্বের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়গুলো থেকে ঝরে পড়ে চালু করেছেন নিজস্ব প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠান দিয়ে তারা মিলিয়নিয়ার নয়; হয়েছেন বিলিয়নিয়ার। যদিও বর্তমান বিশ্বে শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাপক। তারপরও এমন অনেক ব্যক্তি আছেন যারা কোনও প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই অত্যন্ত সফল। এরকম কয়েকজন হলেন-

স্টিভ জবস- অ্যাপল:

স্টিভ জবস শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়েন ১৯ বছর বয়সে। তারপর তিনি অ্যাপল চালু করেন যা আজ এ পর্যায়ে এসেছে।দুঃখজনকভাবে ক্যান্স্যারের কারণে জবস তার সর্বোচ্চ চেষ্টা করতে পারেননি। তারপরও অসুস্থতা তাকে আইপড এবং আইফোন বানানো থেকে বিরত রাখতে পারেনি।

বিল গেটস- মাইক্রোসফট

পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটস কলেজ থেকে ঝরে পড়েন ২০ বছর বয়সে। তারপর তিনি প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট; যা একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম ব্র্যান্ড। আর আজ পর্যন্ত এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত কম্পিউটার অপারেটিং সিস্টেম।

মাইকেল ডেল- ডেল

বিশ্বের অনেক মানুষ তার কোম্পানির তৈরি ল্যাপটপ এবং পিসি পছন্দ করেন। তিনি কলেজ ছাড়েন ১৯ বছর বয়সে। তারপর প্রতিষ্ঠা করেন ডেল।

ইভান উইলিয়ামস- টুইটার

ইভান উইলিয়ামস মাত্র ২০ বছর বয়সে কলেজ ছাড়েন। তারপর তিনি বিলিয়নিয়ার হওয়ার জন্য পরিশ্রম শুরু করেন। যা সফলতার মুখ দেখে টুইটারের মাধ্যমে। বর্তমানে টুইটার অন্যতম জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।

মার্ক জাকারবার্গ- ফেসবুক

আপনি যদি ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ নামক চলচ্চিত্রটি দেখে থাকেন তাহলেই বুঝবেন মার্ক জাকারবার্গ আসলে কি করেছিলেন। তিনি হার্ভার্ড ছাড়েন ২০ বছর বয়সে। আর তার প্রতিষ্ঠিত ফেসবুক বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!