X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শনি ও রবিবার চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের উদ্যোক্তা হাট

টেক ডেস্ক
১৩ এপ্রিল ২০১৬, ১৭:৪৭আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৭:৪৭

জানানো হচ্ছে মেলার বিস্তারিত

ফেসবুকভিত্তিক আত্মকর্মসংস্থান বিষয়ক গ্রুপ "চাকরি খুঁজব না, চাকরি দেব" -এর তরুণ উদ্যোক্তাদের পণ্য ও সেবা সরাসরি তাদের ত্রেতাদের সামনে তুলে ধরা এবং অনলাইন উদ্যোক্তাদের সঙ্গে তাদের গ্রাহকদের সামনা-সামনি পরিচয় করিয়ে দিতে এই পণ্য ও সেবা মেলার আয়োজন করা হয়েছে। পৃষ্ঠপোষকতা করছে ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিল।

ঢাকার ধানমণ্ডির ২৭ নম্বর রোডের উইমেন ভলান্টিয়ারি অ্যাসোসিয়শন ভবনের তিনটি কক্ষে অনুষ্ঠিত হবে এই মেলা। বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ১৬ এপ্রিল শনিবার সকালে মেলার উদ্বোধন করবেন। মেলায় প্রায় ৪০ জন তরুণ উদ্যোক্তা বিশেষ ছাড়ে তাদের পণ্য ও সেবা তুলে ধরবেন।

মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উদ্যোক্তা হাটের বিস্তারিত জানান পরিচালক, চাকরি খুঁজব না, চাকরি দেব-এর পরিচালক ও উদ্যোক্তা হাটের আহ্বায়ক সাজ্জাত হোসেন।

সংবাদ সম্মেলনে জানা হয় মেলায় ই-কমার্স, তথ্যপ্রযুক্তি, প্রিন্টিং, জুয়েলারি, পোষাক, গ্যাজেট, চামড়া ও চামড়া জাত পণ্য, ভ্রমণ সহায়তা ইত্যাদি বিষয়ক ৪০টি স্টল ও প্যাভিলিয়নে উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবেন।

সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মেলার আহ্বায়ক জানান, বিগত দু’টি উদ্যোক্তা হাটে ক্রেতা, বিনিয়োগকারী ও হবু উদ্যোক্তাদের বিপুল সাড়া পাওয়া গেছে। তিনি আশা করেন এবারও নেটওয়ার্ক সম্প্রসারণ, উদ্যোক্তা-বিনিয়োগকারী সম্পর্ক স্থাপন এবং হবু উদ্যোক্তাদের নতুন নতুন উদ্যোগের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ক্রেতা সামগমও ভাল হবে। 

দু’দিনের উদ্যোক্তা হাটে রেনে বাংলাদেশ, ইভেন্ট বিডি, অফার বাজার, এসটি সলিউশন, ভ্রমণ ডট কম, বাংলার কবিতা প্রকাশন, প্রিয় শপ ডট কম, ভাইপার লেদার, ওয়াওজার ও কসমেটিক ফ্রিকের প্যাভিলিয়ন রয়েছে। এছাড়া ইকো ড্রিমস, ফ্রেসফুডবিডি, প্রসিদ্ধ, অনলাইন বিতান, টুইস্টেড রেসিপি, বিএইকেআই সেন্টার, ক্ষুদ্র সফট, অপ্সরি বুটিক, বন্ধু ডট কম, পিনাকল মিডিয়া, জিরো ডিগ্রি কমিউনিকেশন, ব্র্যান্ড কিডস, বিডি সফট, বাইক বিডি, প্যাকার্স, ফিটম্যান, মার্ক ডিনডিগো, ই-স্মার্ট, নিজোল ক্রিয়েটিভ, লুকস-দি এলিগ্যান্স অফ ফ্যাশন, প্রোফিসিও, নিউ মুন ক্লদিং ডিজাইন কাউস, শাহিন’স হেল্প লাইন, তরি তরকারি ডট কম, ট্যান ও গ্যাজেট বাংলার স্টল থাকবে।

উদ্যোক্তা হাট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া