X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ মে ২০২৪, ২২:৪৩আপডেট : ০৬ মে ২০২৪, ২২:২৬

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি।। বিদ্যুৎ চমকানোর পাশাপাশি কোথাও কোথাও পড়ছে শিলা। রাত ৮টার পর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় ধূলিঝড়। এরপর কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। আস্তে আস্তে মুষলধারে বৃষ্টি বাড়তে শুরু করে। সঙ্গে শিলাবৃষ্টিও।

রবিবার (৫ মে) বিকাল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদফতরের এক সতর্ক বার্তায় বলা হয়েছিল, আগামী তিন দিন অর্থাৎ ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

বৃষ্টির সঙ্গে পড়া শিলা। ছবি: রাকিবুল ইসলাম

সেই পূর্বাভাস অনুযায়ী ঢাকায় স্বস্তির বৃষ্টি শুরু হলো। সেই সঙ্গে কমে এসেছে তাপমাত্রাও। জানা যায়, ফার্মগেট, মতিঝিল, শান্তিনগর, ফকিরাপুল এলাকায় এখনও হচ্ছে ধূলিঝড়। আকাশে চমকাচ্ছে বিদ্যুৎ। অন্যদিকে খিলগাঁও, বসুন্ধরা, রামপুরায় হালকা বৃষ্টি হচ্ছে। মিরপুর, শেওড়াপাড়া, পীরেরবাগ, পল্লবীতে ঝড় এবং বৃষ্টি চলছে একইসঙ্গে। গেন্ডারিয়ায় বিদ্যুৎ চমকাচ্ছে। কলাবাগানে ঝড় হচ্ছে, ইস্কাটনে শিলা পড়ছে।

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

ইস্কাটনে শিলাবৃষ্টি। ছবি: নওরীন আক্তার

অন্যদিকে আগামীকাল সোমবার (৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আর এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

/এসএনএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
তাপমাত্রা কমেছে ঢাকায়, সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকতে পারে
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
৬ বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টিরবিবার থেকে কিছু এলাকায় কমতে পারে তাপপ্রবাহ
সর্বশেষ খবর
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?