X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র এখন ইউনিকোডে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ জুলাই ২০১৬, ১৬:৫২আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৬:৫৮

যুদ্ধদলিল অ্যাপের প্রচ্ছদ

 

মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান ও পরবর্তী প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার স্বেচ্ছাসেবামূলক প্রয়াসের অংশ হিসেবে চলছে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র-এর ইউনিকোড রূপান্তরের কাজ।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র নামে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ও তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত ১৫ খণ্ডের এই গ্রন্থ সংকলন এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বাধিক নির্ভরযোগ্য নথি হিসেবে ব্যাপকভাবে পরিচিত।  ইউনিকোডে রূপান্তরিত হলে গ্রন্থের এ সমগ্র যে কোনও মানের ইন্টারনেট সংযোগ থেকে যেকোনও ডিজিটাল যন্ত্রে পাঠযোগ্য হবে।

বাংলা ও ইংরেজিতে প্রকাশিত দলিলপত্রের বিশাল এ ভাণ্ডার ইউনিকোডে রূপান্তরের  পেছনে নিবেদিতপ্রাণ তরুণ তরুণীদের একজন,তাজকিয়া বাংলা ট্রিবিউনকে জানান, দলিলপত্রের বিপুলকায় গ্রন্থগুলোর সংকলনটি কেনা বেশ খরচসাধ্য বলে ইচ্ছে থাকা সত্ত্বেও সাধারণ মানুষ নিজ গৌরবময় ইতিহাসের নথিগুলো নেড়েচেড়ে দেখতে পারছেন না। আত্মপরিচয়ের তীব্রসংকটময় এইমুহূর্তে বিষয়টি এড়িয়ে যাওয়ার মতো নয়।  এ কারণে দলিলপত্রকে সাধারণের আয়ত্বের মধ্যে নিয়ে আসার প্রয়োজনীয়তা থেকে এ উদ্যোগ তারা হাতে নিয়েছেন। 

মোট ১২০০০ পাতা ইউনিকোডে রূপান্তরের কাজচলছে। ইতোমধ্য ছয়টি খণ্ড সম্পূর্ণভাবে বাংলা ইউনিকোডে রূপান্তরের কাজ শেষ হয়েছে বলে জানা গেছে। রূপান্তরের পর ফেসবুক পাতার মাধ্যমে তা প্রকাশ করা হচ্ছে। ফেসবুক পাতার নাম ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র থেকে বলছি।’ পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েবসাইটে দলিলপত্রের সংরক্ষণ চলছে।

ওয়েবসাইটের ঠিকানা: muktizuddho71.com। এই ওয়েবসাইট দলিলপত্রের মূল ধারক হিসেবে কাজ করবে।  

পেছনের কারিগর

দলিলপত্র বাংলায় পড়ার জন্য স্মার্টফোন ব্যবহারকারীদের সুবিধার্থে একটি অ্যান্ড্রয়েড অ্যাপও তৈরি করা হয়েছে। অ্যাপটির নাম ‘যুদ্ধদলিল’। গুগল প্লেস্টোরে গিয়ে ‘যুদ্ধদলিল’ লিখে খোঁজ করলে সহজেই এটি পাওয়া যাবে। এখানেও সব দলিল থাকছে। ফলে চাইলেই এই অ্যাপ ব্যবহার করে অফলাইনে মুক্তিযুদ্ধের দলিলপত্র পড়া যাবে। বিসিএস পরীক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধের দলিলপত্র খুবই গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট অনেকে মত দিয়েছেন, এমনটাই জানান উদ্যোক্তারা।

/এইচকে/এফএএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া