X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুর সোস্যাল সার্ভিস ক্লাব: তারুণ্যের প্লাটফর্ম

হাসনাত নাঈম
০১ মার্চ ২০১৭, ১৩:৩৮আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৩:৪৯

প্রজেক্ট স্কুলিং একদল তরুণ সবসময় ভাবতেন কিছু করতে হবে। সামাজিক উন্নয়নে  অংশ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকে একটি প্লাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছিলেন ইশতিয়াক আহমেদ ও মেহেদী শামীম। শুরুটা ছিল ২০১২ সালে।

সেবারই প্রথম পথশিশুদের জন্য ঈদের জামা কেনা প্রকল্প এবং বাস ভাড়া করে আনন্দ ভ্রমণে নিয়ে যাবার পরিকল্পনা করেন। যেহেতু দুই বন্ধুর বাড়িই মাদারীপুর তাই সেখানেই সমবেত হন আরও আগ্রহী বন্ধুরা। আর তখনই ঘোষণা হয় মাদারীপুর সোস্যাল সার্ভিস ক্লাব-এর। ট্যাগলাইনও ঠিক করলেন তারা-‘বিল্ড সোস্যাল রিলেশনশীপ, ষ্টে এলাইভ”।

সে বছর প্রজেক্ট নতুন জামার স্লোগান নিয়ে ২৪ জন শিশুর জন্য জামা কেনেন তারা। তবে সেই প্রজেক্ট নতুন জামা এক ঈদে সীমাবদ্ধ থাকেনি। প্রতি বছর, প্রতি ঈদেই চলেছে। পরের কোরবারি ঈদে ৪০জন শিশুকে নতুন জামা দেয় সংগঠনটি। সে বছরই ‘প্রজেক্ট উষ্ণতা’ ব্যানারে শীতের কাপড় বন্টন করেন।

এতো গেল এক কাজ, এবার উদ্যোগ হলো স্কুলগামী দরিদ্র শিশুদের জন্য।  ২০১৪ সালের ৬ জানুয়ারিতে মাদারীপুর সদরের রাস্তি ইউনিয়নের ৫টি বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর হাতে নতুন ব্যাগ তুলে দেয় সংগঠনটি।  নাম হয় ‘প্রজেক্ট স্কুলিং’।

এভাবেই চলতে থাকে এমএসএসসি পথচলা। এখন পর্যন্ত এমএসএসসি ‘প্রজেক্ট নতুন জামা’র ৮টি পর্ব, ‘প্রজেক্ট উষ্ণতা’র ৪টি পর্ব এবং ‘প্রজেক্ট স্কুলিং’ এর ৪টি পর্ব শেষ করেছে। বর্তমানে  এমএসএসসি নাটোরে ‘হ্যাপি নাটোর’ নামক আরেকটি সংগঠনকে সহায়তা করছে।

বর্তমানে তিনটি উদ্যোগ বাস্তবায়ন নিয়ে কাজ করছে এমএসএসসি। প্রথমত, অনলাইন বেইজ একটা ব্লাড ডোনার হাব তৈরি করা এবং এ বিষয়ে একটি মোবাইল অ্যাপ তৈরি করা। দ্বিতীয়ত, প্রতিবছর শীতে মাদারীপুরে পাবলিক লাইব্রেরীতে স্থানীয়  ফটোগ্রাফারদের (মাদারীপুর ভিত্তিক) ছবি নিয়ে প্রদর্শনী করার জন্য। সেখান থেকে প্রতিবছর ১ জনকে পুরষ্কৃত করা। তৃতীয়ত, কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে সামাজিক উন্নয়নমূলক কাজের ধারণার পরিচর্যা এবং বিকাশে সহায়ক একটি ল্যাব তৈরি করার জন্য। যে ল্যাব কাজ করবে বিতর্ক এবং লাইব্রেরী কেন্দ্রীক কার্যক্রমকে গতিশীল করার জন্যও। এ কাজের নাম ঠিক করা হয়েছে ‘প্রজেক্ট ফরোয়ার্ড’।

বর্তমানে মাদারীপুর সোস্যাল সার্ভিস ক্লাব একটি প্লাটফর্মে রূপ নিয়েছে। ধীরে ধীরে বাড়ছে ক্লাবের সদস্য সংখ্যা।

প্রজেক্ট নতুন জামা

ইসতিয়াক আহমেদ শাওনের হাত ধরে শুরু হয়েছে সংগঠনটির পথচলা। বর্তমানে এমএসএসসি’র কো-ফাউন্ডার এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। এই তরুণ উদ্যোক্তা ২০০৭ সাল থেকে বাংলাদেশে শিশু অধিকার বাস্তবায়নের জন্য তৃনমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে কাজ করে আসছেন। ২০০৭-০৮ কাজ করেছেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) বাংলাদেশে এর মাদারীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে। ২০০৮-১০ কাজ করেছেন একই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসবে। ২০০৮-১২ চার বছর কাজ করেছেন বাংলাদেশ চাইল্ড পার্লামেন্ট আয়োজক কমিটির সাথে। বর্তমানে তিনি পেশাজীবী হিসেবে প্রথম আলো ডিজিটালে কন্টেন্ট স্পেশালিষ্ট হিসেবে কাজ করছেন অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকমে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা