X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মানুষের পাশে দুই তরুণের ল’ফতো

সাদ্দিফ অভি
০২ অক্টোবর ২০১৭, ২০:০৩আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ২০:০৯

মানুষের পাশে দুই তরুণের ল’ফতো কোনও প্রতিষ্ঠানের  প্রতিষ্ঠাতা বা কর্ণধারদের কাজ কী? এমন প্রশ্নের উত্তর নিয়ে ভাবতে হবে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার কাজ- তার প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু সেটি না করে যদি তারা বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকেন তাহলে কেমন হয়? তবুও প্রতিষ্ঠান চলে এবং বেশ ভালোভাবেই চলে। কারণ সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠান সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়। বলছিলাম, ফটোগ্রাফি বিষয়ক প্রতিষ্ঠান ল’ফতো এবং তার কর্নধার নাজমুল সানজী এবং আকাশ খানের কথা।

তাদের প্রতিষ্ঠানের বয়স এখনও দুই পেরোয়নি। কিন্তু কাজ করছেন ক্যান্সার বিডির সঙ্গে। পথ শিশুদের নিয়ে পরিচালিত নানা প্রকল্পেও নিয়মিত অংশ গ্রহণ করছেন তারা। প্রায়শই এই প্রতিষ্ঠান আয়ের টাকা থেকে একটি নির্দিষ্ট অংশ পথশিশুদের জন্য খরচ করে থাকে।

দুই ভুবনের  দুই তরুণের  পরিচয় ছবি তোলা শেখার মাঝে। সানজী লন্ডন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পোস্ট গ্র্যাজুয়েট আর আকাশ পড়ছেন সাংবাদিকতা নিয়ে। সম্পূর্ণ দুই জগতের মানুষকে এক ছাদের নিয়ে আসলো ফটোগ্রাফি। ছবি তুলতে গিয়ে দু’জনের পরিচয় আর সে পরিচয় গড়িয়েছে প্রাতিষ্ঠানিকরূপে ল’ফতো।

সানজী ভালবাসেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। পশুপাখির ছবি তোলা বলতে গেলে এক ধরনের নেশাই তার। অন্যদিকে আকাশের প্রিয় স্ট্রিট ফটোগ্রাফি। পথে চলতে চলতে ছবি তোলাও তার একটি নেশা বললেই চলে। ধীরে ধীরে নেশাকে পেশায় পরিণত করে ২০১৫ সালে যাত্রা শুরু করলো ল’ফতো।

তাদের দু’জনেরই চেষ্টায় আজ একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে রূপ পেয়েছে ল’ফতো। তার প্রমাণ পাওয়া যায় তাদের ক্লায়েন্ট লিস্ট দেখে। সম্প্রতি তারা কাজ করেছে বাংলাদেশ বিজনেস ইনোভেশন ফোরামের সঙ্গে। এছাড়া তাদের কাজের তালিকায় রয়েছে প্রাণ দুধ, ইউসিবি ব্যাংক, একমি, বাগডুমসহ নানা প্রতিষ্ঠান। তাদের কাজের ক্ষেত্র শুধু ওয়েডিং ফটোগ্রাফি না, লাইফস্টাইল, প্রোডাক্ট, ফ্যাশন এবং কর্পোরেট ইভেন্টও। এর পাশাপাশি রয়েছে নিজস্ব প্রডাকশন হাউজ যা সিনেমাটোগ্রাফির কাজও করে থাকে।

সানজী মনে করেন বাইরের সাথে আমাদের দেশের ফটোগ্রাফি ইন্ডাস্ট্রির তফাৎ অনেক। বাইরে এই পেশা স্বীকৃতি পেলেও এদেশে এখনও পায়নি। যার ফলে অনেকেই টিকে থাকতে পারেছেনা। আর এজন্যই এই সেক্টর অনেক পিছিয়ে আছে। তিনি আরও বলেন, টাকার চিন্তা না করে কাজ করার মানসিকতা নিয়ে আসতে হবে, টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে, ব্যাসিক স্কিল থাকতে হবে তা নাহলে খুব মুশকিল।

একা কাজ করার মানসিকতা থেকে দূরে সরে আসার আহবান জানিয়ে বলেন, একা কাজ করার নীতি বর্জন করে সবার একসঙ্গে কাজ করা উচিত, তাহলে এই ইন্ড্রাস্টি অনেক দূর এগিয়ে যাবে।  আর সঙ্গে থাকতে হবে সামাজিক দায়বদ্ধতা। সমাজের প্রতি দায়িত্বশীল না হলে কিছুতেই মানুষের কাছাকাছি থাকা যাবেনা। আলোকচিত্র নিয়ে বহুদূর যেতে হলে মানুষের খুব কাছেই থাকতে হবে যে।

         

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন