X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেলো ৩০ সমাজসেবী সংগঠন

সাদ্দিফ অভি
২০ অক্টোবর ২০১৭, ২০:৪৮আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২০:৫৮

বিজয়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে অতিথিরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তরুণ-তরুণীদের মাধ্যমে পরিচালিত ৩০টি সমাজসেবী সংগঠনকে পুরস্কৃত করলো ইয়াং বাংলা। এর মধ্য দিয়ে শুক্রবার (২০ অক্টোবর) সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে পর্দা উঠলো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৭-এর।
ইয়াং বাংলার আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক অনুষ্ঠানটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তারা বিজয়ীদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন।
সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন ও ক্রীড়া উন্নয়ন— এই তিনটি বিভাগে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে।
সামাজিক উন্নয়নে পুরস্কার পেয়েছে— সিলেটের কাকতাড়ুয়া, বরিশাল ইয়ুথ সোসাইটি, যশোরের স্বপ্ন দেখো সোস্যাল ওয়েলফেয়ার অরগানাইজেশন, চাঁদপুরের ব্রেভ, সিলেটের ইচ্ছেপূরণ সামাজিক সংগঠন, কুমিল্লার দুর্বার ফাউন্ডেশন, ঠাকুরগাঁওয়ের আই পজেটিভ, ঢাকার মডেল লাইভ স্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন, সাতক্ষীরার জাগরণ ক্লাব, চট্টগ্রামের পতেঙ্গা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, নাটোরের কল্লোল ফাউন্ডেশন, মৌলভীবাজারের প্রত্যয়, গাইবান্ধার আমার স্কুল, মৌলভীবাজারের উত্তরণ বাংলাদেশ, রাঙামাটির এসপিএআরসি, ঢাকার ওয়ার্কস ফর হিউম্যানিটি, নেত্রকোনার মানবকল্যাণকামী অনাথালয়, নওগাঁয়ের শিশু বিকাশ ও দিনাজপুরের স্বাধীন।
সাংস্কৃতিক উন্নয়ন ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া সংগঠনগুলো হলো— বগুড়ার চৌপাশ নাট্যাঞ্চল, ঢাকার কুইজারড, ঝিনাদহের কথন সাংস্কৃতিক সংসদ, সিলেটের ইনভেটিভ বই পড়া উৎসব, পঞ্চগড়ের মুক্ত সাংস্কৃতিক সংঘ, সিলেটের থিয়েটার মুরারিচাঁদ ও রাঙামাটির জুমফুল থিয়েটার।
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৭ পাওয়ার পর অনুভূতি জানাচ্ছেন এক বিজয়ী অন্যদিকে ক্রীড়া উন্নয়ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সাতক্ষীরার শ্যামনগর ফুটবল একাডেমি, গাজীপুরের হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও রংপুরের রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ওমেন ফুটবল একাডেমি।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের দ্বিতীয় আসরে সারাদেশের ৪৪টি জেলা ও ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে চার মাসব্যাপী অ্যাকটিভেশন প্রোগ্রামের মাধ্যমে উঠে আসে ১৩শ আবেদন। এর মধ্য থেকে একশ প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে বাছাই করা হয় এবং চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হয় ৫০টি সংগঠনকে। এই ৫০টি সংগঠনের মধ্য থেকেই চূড়ান্ত পর্বে বিজয়ী হয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৭ পেলো ৩০টি সংগঠন।
বিজয়ী সংগঠনের প্রতিটির জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি করে ল্যাপটপ ও স্মার্টফোন। শনিবার (২১ অক্টোবর) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
উল্লেখ্য, ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৭’-এর মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা