X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দেশে আন্তর্জাতিক মানের রিয়্যালিটি শো করতে চান শুভ্র

সাদ্দিফ অভি
০৩ জানুয়ারি ২০১৮, ১৬:০৮আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৬:১১

দেশে আন্তর্জাতিক মানের রিয়্যালিটি শো করতে চান শুভ্র ক্যামেরার প্রতিটি ফ্রেমের পেছনে থাকে একজন নির্মাতার সৃজনশীলতা। সেটা অনুষ্ঠান, নাটক কিংবা রিয়্যালিটি শো হোক না কেনও, কাজের মানের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে মানুষটা ভাবেন তিনি হলেন নির্মাতা। এই নির্মাণের কারিগররা থাকেন সবসময় পর্দার পেছনে, পর্দার সামনে খুব একটা তাদের দেখা না গেলেও তাদের কাজের মধ্যে একটা ছাপ দর্শক হিসেবে অনুভব করা যায়। তেমনই একজন অনুষ্ঠান নির্মাতা ওয়াহিদুল ইসলাম শুভ্র। দীর্ঘ ১২বছর কাজ করছেন ইন্ডাস্ট্রিতে, তাও এনটিভির সাথে। ক্যারিয়ারে তার হাতেখড়ি এখানেই।

দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করে প্রশংসার পাশপাশি পেয়েছেন তার অনুষ্ঠানের অগণিত দর্শক। মিউজিক শো থেকে শুরু করে লাইফস্টাইল শো, রিয়্যালিটি শো এমনকি কনসার্টের আয়োজনেও কাজ করেছেন। শুধু দেশে নয় দেশের বাইরেও নিয়ে গেছেন নিজের প্রতিভাকে, দুবাই এবং যুক্তরাষ্ট্রেও সফলভাবে করেছেন অনুষ্ঠান নির্দেশনা। তার পেশাদারিত্ব স্টুডিওর ভেতর বাহির সবজায়গায় লক্ষ্যণীয়।

তার কিছু জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে রূপচাঁদা সুপার শেফ, মার্কস অলরাউন্ডার, মিউজিক জ্যাম, স্টাইল অ্যান্ড ট্রেন্ড, ওল্ড স্কুল বিটস। বাংলাদেশে রিয়্যালিটি শো নির্মানকারীদের তালিকায় সামনেই রয়েছেন শুভ্র।  তার কাজের মাধ্যমে এসেছে রিয়্যালিটি শো’র ভিন্নতা। সবসময় দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার চেষ্টায় মগ্ন থাকেন তিনি। সচরাচর ধারা অনুষ্ঠানের বাইরে ব্যাতিক্রম কিছু করতে চান সবসময়। দেশে আন্তর্জাতিক মানের রিয়্যালিটি শো করতে চান শুভ্র তার মেধার ব্যাপ্তি বিদেশের মাটিতেও এতো বেশি যে সম্প্রতি কোরিয়ান সরকারের আমন্ত্রণে বিশেষ ট্রেনিং এ পাড়ি জমিয়েছেন। টেকনিক্যাল জ্ঞানের প্রসারে বাংলাদেশ থেকে একমাত্র তিনিই গেছেন দক্ষিণ কোরিয়া। সেখানে কাজ শিখেছেন ভিন্ন আঙ্গিকে, যা বাংলাদেশে কল্পনাই করা যায়না। ক্যামেরা, অডিও, সেট ডিজাইন, লাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, ত্রিমাত্রিক এনিমেশন, বাজেট, অনুষ্ঠান তৈরির প্রস্তুতি, সবকিছু নিয়েই সেখানে হাতেকলমে শেখানো হয়।

এই প্রশিক্ষণ শুভ্রকে নতুন করে ভাবতে শিখিয়েছে। অনুষ্ঠান নির্মাণে বাজেট একটি বড় ব্যাপার। পর্যাপ্ত বাজেট থাকলে আন্তর্জাতিক মানের অনুষ্ঠান দেশে বানানো সম্ভব বলে মনে করেন তিনি। রিয়্যালিটি শো’র ভবিষ্যৎ কেমন বাংলাদেশে? বাংলা ট্রিবিউনের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ বর্তমানে ভালো, আগের থেকে উন্নত। ইন্ডাস্ট্রি বড় হয়েছে, তার সাথে সাথে কাজের মান বাড়ছে। কিছু কিছু কাজ আছে, আন্তর্জাতিক মানের করা সম্ভব , কিন্তু টাকার অভাবে করা যায় না। এধরনের কাজ করার মত সাপোর্ট এবং লোক আছে। বাজেট পেলে অনেক কিছুই করা সম্ভব।’ অন্যান্য দেশের তুলনায় আমাদের দুর্বলতা কোন জায়গায় জানতে চাইলে শুভ্র বলেন, ‘ মার্কেট তো এক না, অন্য দেশের কাজে কোটি টাকার বাজেট থাকলেও আমাদের থাকেনা। তাই বাজেট একটা অনেক বড় ফ্যাক্ট এখানে।’ একটি রিয়্যালিটি শো’র সবচেয়ে বড় দুর্বলতা কোন জায়গায় জানতে চাইলে তিনি বলেন, বিচারক এবং অংশগ্রহণকারীদের পারফর্মেন্স একটা রিয়্যালিটি শো’র সবচেয়ে বড় দুর্বলতা। তবে দিন দিন এগুলা কাটিয়ে উঠছে, অংশগ্রহণকারীদের জড়তা কাটছে। অনুষ্ঠানের মান বাড়ানোর লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছি যা অব্যাহত থাকবে।         

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!