X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইয়াং ডিজিটাল মার্কেটার পুরস্কার পেলেন বাংলাদেশের পিয়াস

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, ১৬:৫৬আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২০:০১

ইয়াং ডিজিটাল মার্কেটার পুরস্কার পেলেন বাংলাদেশের পিয়াস সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-এ ‘ইয়াং ডিজিটাল মার্কেটার অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন প্রথম আলো ডিজিটালের হেড অব বিজনেস ও গুগল ডেভেলপার্স গ্রুপ (জিডিজ) বাংলার কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান পিয়াস। সম্প্রতি শ্রীলংকার রাজধানী কলম্বোতে এই পুরস্কার দেওয়া হয়।

ডিজিটাল অ্যাড টেকনোলজি ও মিডিয়া ব্যবসায় বহুমাত্রিক উদ্ভাবনী উদ্যোগ , নেতৃত্ব ও ব্যবসা সম্প্রসারণে অবদানের জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। সাউথ এশিয়ান বিজনেস ফেডারেশন ও ইনট্রিগ্রেটেড ইন্টারন্যাশনাল আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার মাননীয় রাস্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা। জাবেদ সুলতান পিয়াসের হাতে পুরস্কার তুলে দেন ৯৬ ক্রিকেট বিশ্বকাপের মহানায়ক এবং বর্তমানে শ্রীলঙ্কার পরিবহন ও বিমান মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা। সঙ্গে ছিলেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদুত এম রিয়াজ হামিদুল্লাহ, অস্ট্রেলিয়ার কার্টেইন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধান ড. শেঠি দত্ত।

দক্ষিণ এশিয়ার দেশসমূহ (ভারত, শ্রীলংকা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল এবং মালদ্বীপ) থেকে এ বছর ৭০ টি ব্যক্তি ও প্রতিষ্ঠান এ পুরস্কার পেয়েছে। বেস্ট ইউজ অব মোবাইল টেকনোলজির জন্য ব্র্যাক ব্যাংক এবং সেরা ইসলামিক ব্যাংক হিসেবে ইসলামিক ব্যাংক বাংলাদেশ, বাংলাদেশ গ্লোবাল এগ্রো নেটওয়ার্ক, অ্যালটেক অ্যালুমিনিয়ামসহ মোট ৮টি প্রতিষ্ঠান ও ব্যক্তি এই পুরস্কার পান এবছর।

উল্লেখ্য, ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা, গবেষণা, নেতৃত্ব ইত্যাদি ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উদ্ভাবনী ও সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানাতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে চতুর্থ বারের মতো সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া