X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শহর রক্ষা করতে শত্রুর সঙ্গে যুদ্ধ

আনোয়ারুল ইসলাম জামিল
২১ জুলাই ২০১৬, ২১:০০আপডেট : ২১ জুলাই ২০১৬, ২১:০০

অ্যাকশানের ভঙ্গিতে গেমের একটি চরিত্র

মিরর’স এজ ক্যাটালিস্ট হলো রোমাঞ্চকর আর অ্যাকশনধর্মী গেম। গেমটি প্রকাশ করেছে ইলেকট্রনিক আর্টস। মাইক্রোসফট উইন্ডোজ, প্লে স্টেশন-ফোর ও এক্সবক্স ওয়ান সংস্করণে মুক্তি পেয়েছে গেমটি। এটি ২০০৮ -এর মিরর’স এজের নতুন করে নির্মাণ।

মিরর’স এজ ক্যাটালিস্ট গেমটির গল্প গড়ে উঠেছে ফেইথ কনরস নামে এক মেয়েকে নিয়ে। ফেইথকে তার শহর- গ্নাসের ‘উন্নয়ন মিশন’ হলো গেমটির মূল প্রতিপাদ্য। কাসকাডিয়া জাতির প্রতিনিধিত্বকারী একটি ডিস্টোপিয়ান শহর হচ্ছে গ্নাস। কাসকাডিয়া জাতিকে অমনিস্ট্যাট থেকে বের করে দেওয়া হয়। এরপর কয়েক বছর ধরে চলা দ্বন্দ্ব-সংঘাতের পর কাসকাডিয়া ১৩টি করপোরেশনের সমন্বয়ে গঠিত কনগ্নোমিরেটের শাসনের অধীনে চলে আসে।

আইন প্রয়োগকারী সংস্থা কে-সেককে ব্যবহার করেই মূলত এই আধিপাত্য বজায় রেখেছে এরা।

বেশিরভাগ কাসকাডিয়ানরা করপোরেশনগুলোর জন্য চাকরি করে জীবন ধারণ করে। এরমধ্যে গ্রিডের মতো সামাজিক পর্যবেক্ষক সংস্থার সঙ্গে কাসকাডিয়ানদের ভালো সখ্য গড়ে ওঠে। তারা চায় কে-সেকদের এড়িয়ে কাজ করতে। আর এতেই বাদ সাধে কর্তৃত্বশালীরা। বেধে যায় দাঙ্গা। এতে ফেইথ কনরসের পরিবারের সবাই মারা যায়। একমাত্র তার বোন ক্যাট আহত অবস্থায় বেঁচে থাকে। মূলত ফেইথ তার বোনকে বাঁচাতে একটি মার্কেটের বস ডোজেনের হয়ে কাজ শুরু করে। এক সময় সে জেলে যায়। জেল থেকে বের হয়ে তার শহরকে শোষকদের হাত থেকে রক্ষার মিশনে নেমে পড়ে।

এখানে গেমারকে ফেইথ কনরসের চরিত্রে খেলতে হবে। গেম মিশন শেষ করতে গেমার শহর গবেষণার ধারণা ও পারকোর মুভমেন্টকে কাজে লাগাতে পারবে। এ সময় কখনও শত্রুর সঙ্গে য্দ্ধ করে বা এড়িয়ে পথ চলতে হবে। গেমার পরিবেশ থেকে প্রাপ্ত জিপ লাইন বা লেজের মতো উপাদান ব্যবহার করতে পারবে। দালানকোঠা পারাপারের জন্য ম্যাগ রোপ ব্যবহারের সুযোগ পাবে। এছাড়া গেমার যখন ম্যাপে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করবে, তখন ফেইথের বিশেষ রানার ভিশন স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে, যা লালবাতি নির্দেশ করে গেমারকে তার লক্ষ্যবস্তুর কাছে পৌঁছতে দিক-নির্দেশনা দেবে। এসব সুবিধা কাজে লাগিয়েই গেমারকে মিশন সম্পূর্ণ করতে হবে।

যা যা লাগবে: 

প্রসেসরঃ ইন্টেল কোর-আই৩, র‌্যামঃ ৬ জিবি, গ্রাফিক্স কার্ডঃ এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৬৫০ বা এএমডি রেডিওনের আর৯ ২৭০ এক্স, ফ্রি হার্ডডিস্ক স্পেসঃ ২৫ জিবি।

/এইচএএইচ/

অারও পড়তে পারেন: ইন্টারনেটের দাম কমাতে লোক দেখানো অনুরোধ!

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা