X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ ইউল্যাব শিক্ষার্থীদের

সাদ্দিফ অভি, ইউল্যাব প্রতিনিধি
০১ আগস্ট ২০১৬, ১৪:০০আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৪:৩২

ইউল্যাবের মানববন্ধন

‘দৃঢ়তায় একতায় রুখবোই জঙ্গিবাদ’ এই লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব)এর ট্রাস্টি বোর্ডের সদস্য  শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, সকলেই এক কাতারে দাঁড়িয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করলেন।

সোমবার সকাল ১১টায় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে প্রখর রোদ উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে সকলে অংশগ্রহণ করে এই মানববন্ধনে। ধানমণ্ডি ৪/এ প্রধান ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই মানববন্ধন ধানমন্ডি ৭/এ সড়ক ছাড়িয়ে যায়।মানববন্ধনে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ইউল্যাব ট্রাস্টি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ, ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ, এম পি , ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর এমিরেটাস রফিকুল ইসলাম, উপাচার্য প্রফেসর ইমরান রহমান, উপ-উপাচার্য প্রফেসর জহিরুল হক, ড. সলিমুল্লাহ খান বক্তব্য রাখেন।  

ইউল্যাব মানববন্ধন

ইউল্যাব ট্রাস্টি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ড.কাজী আনিস আহমেদ বলেন, ‘আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ যেমন আমাদের শক্তি ঠিক তেমনি আমাদের যত পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং অন্যান্য স্কুল কলেজের যত শিক্ষার্থী রয়েছে তারাও আমাদের শক্তি। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ যত আন্দোলন হয়েছে সব আন্দোলনে অন্যতম শক্তি ছিল শিক্ষার্থী ও তরুণ সমাজ, আর তাদের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান’।

শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি আরও বলেন, সত্যটা কি জানার চেষ্টা করো ইতিহাস জানার চেষ্টা করো। অনলাইনে যা দেখবে তা সত্যি ধরে নেবে না।

উল্লেখ্য, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার এক মাস পূর্তিসহ দেশের সব কয়টি জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় এ মানববন্ধনের ডাক দেয়।

ইউল্যাব মানববন্ধন-২

ছবি:  সাদ্দিফ অভি। 

/এফএএন/   

সম্পর্কিত
ইউল্যাবে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের দৃপ্ত শপথ
ইউল্যাব ফেয়ার প্লে কাপ চ্যাম্পিয়ন ‘ইউল্যাব’
ইউল্যাব ফেয়ার প্লে কাপের ফাইনালে ইউল্যাব ও ড্যাফোডিল
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!