X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
কোন জেলার নামকরণ কীভাবে

নল খাগড়ার বন থেকে ‘খাগড়াছড়ি’

জার্নি রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ২২:৪৫আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২২:৪৫

ছাপ্পান্ন হাজার বর্গমাইল আয়তনের দেশ বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশি-বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, নদী, পাহাড়, অরণ্যসহ হাজারও সুন্দরের রেশ ছড়িয়ে আছে টেকনাথ থেকে তেঁতুলিয়া পর্যন্ত।

দেশের আট বিভাগে (ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ) ৬৪ জেলা। প্রতিটি জেলার নামকরণের সঙ্গে রয়েছে ঐতিহ্যপূর্ণ ইতিহাস। এসব ঘটনা ভ্রমণপিপাসু উৎসুক মনকে আকর্ষণ করে। তাই বাংলা ট্রিবিউন জার্নিতে ধারাবাহিকভাবে জানানো হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস।

নল খাগড়ার বন থেকে ‘খাগড়াছড়ি’ খাগড়াছড়ি জেলা
খাগড়াছড়ি জেলায় সবুজাভ পাহাড়ের ছড়াছড়ি। এর সঙ্গে পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া চেঙ্গি, মাইনি ও ফেনী নদী এই জেলাকে সাজিয়েছে অপরূপ সাজে। চারদিকে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড়, গিরি-ঝিরি-ঝরনা ও ক্ষুদ্র-ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন-সংস্কৃতির সুবাদে পর্যটকদের কাছে এই জেলা বেশ আকর্ষণীয়। 

১৮৬০ সালে ব্রিটিশ সরকার কর্তৃক স্বতন্ত্র জেলা ঘোষণা করার আগে পার্বত্য চট্টগ্রাম ছিল বৃহত্তর চট্টগ্রামের একটি অঙ্গ। পার্বত্য চট্টগ্রাম তিনটি মহকুমা নিয়ে গঠিত ছিল। এগুলো হলো রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। রামগড় মহকুমায় ছিল তিনটি থানা। এগুলো হলো রামগড় সদর, মহালছড়ি ও দীঘিনালা। এর মধ্যে তৎকালীন মহালছড়ি থানাধীন একটি ইউনিয়ন ছিল খাগড়াছড়ি। ১৯৬৮ সালে খাগড়াছড়িকে থানায় উন্নীত করা হয়। ১৯৮৩ সালের ৭ নভেম্বর পূর্ণাঙ্গ জেলায় রূপান্তরিত হয় খাগড়াছড়ি।

খাগড়াছড়ির প্রাচীন নাম ছিল ‘তারক’। ‘খাগড়াছড়ি’ নামের উৎপত্তি হয়েছিল নল খাগড়ার বন থেকে। খাগড়াছড়ি সদর শহরের বুক চিরে বয়ে গেছে একটি ছড়া নদী। ওই ছড়া নদীর দু’পাড়ে গভীর নল খাগড়ার বন ছিল। এই নল খাগড়ার বন থেকেই ‘খাগড়াছড়ি’ নামের উৎপত্তি।

খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কের ঝুলন্ত ব্রিজ খাগড়াছড়ির দর্শনীয় স্থানগুলো হলো আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝরনা, আলুটিলার প্রাকৃতিক গুহা, নূনছড়ি দেবতার পুকুর (দেবতার লেক), পানছড়ির শান্তিপুর অরণ্য কুটির, মাটিরাঙার শতবর্ষী বটগাছ, বিডিআর স্মৃতিসৌধ, হর্টিকালচার পার্ক, দীঘিনালার হাজাছড়া, তৈদুছড়া ঝরনা, হেরিটেজ পার্ক, জেলা পরিষদ পার্কের ঝুলন্ত ব্রিজ, দীঘিনালা সংরক্ষিত বনাঞ্চল, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র, ভগবান টিলা, দীঘিনালার দুই টিলা ও তিন টিলা, ভগবান টিলা, চা-বাগা, রাবার বাগান, রামগড় লেক, দাশোবল বুদ্ধবিহার, বনলতা লেক। 

সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা