X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চোট পেয়ে হাসপাতালে তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৭

 

তাসকিনের চোট। অলক কাপালির বলে মোসাদ্দেক লং অফ দিয়ে বিশাল ছক্কা মারলেন যখন, বোঝাই যাচ্ছিল বলটি সীমানার বাইরে গিয়ে পড়বে! তবুও তাসকিন বলটি ক্যাচ ধরতে গিয়েছিলেন। তখন বলের ফ্লাইট খেয়াল করতে গিয়ে বাউন্ডারি লাইনের উপরে দেওয়া স্পঞ্জে পা দিয়েই ঘটে যায় অঘটন! পিছলে বাম পায়ের গোড়ালিতে চোট পান তাসকিন আহমেদ। আর তাতেই তাকে ঘিরে জমা হতে থাকে শঙ্কার কালো মেঘ!

তাসকিন চোট পেয়ে মাঠের বাইরে শুয়ে কিছুক্ষণ যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। এরপর দু’জনের কাঁধে ভর করে মাঠ ছেড়ে বাইরে চলে যান। তখন প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয় বিসিবির মেডিক্যালে। সেখান থেকে তাসকিনকে সরাসরি নিয়ে যাওয়া হয় মিরপুরের ডিজিল্যাব হাসপাতালে। ওখানে এক্স-রে করার পরই তার আসল অবস্থা জানা যাবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসব দেবাশীষ চৌধুরী। তিনি বলেছেন, ‘এক্স-রে রিপোর্ট দেখে তাসকিনের পায়ের প্রকৃত অবস্থা জানানো হবে। এই মুহূর্তে আসলে কিছু বলা সম্ভব নয়।’

বিস্তারিত জানার আগেই তাসকিন অবশ্য আশার বাণী শোনালেন, ‘আশা করি তেমন কিছু হয়নি। এক সপ্তাহ বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কালকে একটা এমআরআই করাতে হবে।’

বিপিএলের চলতি আসরে তাসকিনের এটাই শেষ ম্যাচ ছিল। আগামী ৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে যাওয়ার কথা তার।

বিপিএলের চলতি আসরটা দুর্দান্ত কাটছিল তাসকিনের। ইনজুরিতে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত আজকের ম্যাচে ২ ওভার বল করে ১০ ওভারের বিনিময়ে ১টি উইকেট তুলে নিয়েছিলেন। সবমিলিয়ে ১২ ম্যাচে তাসকিনের উইকেট ২২টি। যা চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ। বল হাতে এমন উড়ন্ত পারফরম্যান্সই তাকে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে টেস্ট ও ওয়ানডে দলে সুযোগ করে দিয়েছে।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?