X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নিপীড়িত জনতার বজ্রকণ্ঠ ছিল ৭ মার্চের ভাষণ

ফারজানা মাহমুদ
০৭ মার্চ ২০১৯, ১৪:৪৫আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৫:৪১

ফারজানা মাহমুদ ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে সমবেত উত্তাল জনসমুদ্রে বাঙালি জাতির উদ্দেশে এক ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। সেই দিনের ভাষণে বঙ্গবন্ধু কোনও লিখিত বক্তব্য পাঠ করেননি– তাঁর বক্তব্য ছিল তাৎক্ষণিক কিংবা অনুধাবিত সত্যের বহিঃপ্রকাশ, যা বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছে। বঙ্গবন্ধু ছিলেন জনগণের জন্য নিবেদিতপ্রাণ একজন নেতা, যিনি স্বতঃস্ফূর্তভাবে সবাইকে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন তাঁর ভাষণে। তিনি পরিষ্কার করে বলেছেন, যারা অত্যাচারিত ও নিপীড়িত– তিনি তাদের পক্ষে এবং তাদের সংগ্রামের সঙ্গে একাত্ম। ৭ মার্চের ভাষণে তিনি বলেছিলেন– ‘এই বাংলায় হিন্দু-মুসলমান, বাঙালি-অবাঙালি যারা আছে তাঁরা আমাদের ভাই। তাদের রক্ষার দায়িত্ব আপনাদের ওপরে, আমাদের ওপরে।’

ভাষণটি পর্যালোচনা করলে দেখা যায়, এটি শুধু বাঙালি জাতির স্বাধীনতা এবং মুক্তি অর্জনের আহ্বানই নয়; বরং এটি যে কোনও জাতির বা যে কোনও গোষ্ঠীর সঙ্গে করা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম ও মুক্তির আহ্বান– যার আবেদন চিরঅম্লান। ৭ মার্চের ভাষণটি শুধু রাজনৈতিক বক্তব্যের সর্বোত্তম উদাহরণই নয়– এটি আমাদের মুক্তির সনদ, যাকে ম্যাগনা কার্টারে’র সঙ্গে তুলনা করা যায়। বঙ্গবন্ধু উদাত্ত কণ্ঠে আহ্বান করেছিলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার জন্যে, পাকিস্তানি শাসকদের শোষণের বিরুদ্ধে যার যা আছে তা নিয়ে মোকাবিলা করতে। তিনি বলেছিলেন- ‘প্রত্যেক গ্রামে গ্রামে মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো’।
কী সহজ সাবলীল ভাষায় বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। হেমলেট যেমন রাজপুত্র ডেনমার্ক ছাড়া অসম্পূর্ণ, নেলসন ম্যান্ডেলা ছাড়া যেমন দক্ষিণ আফ্রিকা অকল্পনীয়, তেমনি বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ছিল অসম্ভব। বঙ্গবন্ধুর ভাষণটি গুরুত্ববহ আরও একটি কারণে। বঙ্গবন্ধু তাঁর ভাষণে পাকিস্তানি সেনাবাহিনীকে নিরীহ বাঙালিদের ওপর আক্রমণের কোনও ধরনের উসকানি না দিয়ে সুকৌশলে বাঙালিদের নির্দেশ দিয়েছেন আক্রমণ হলে আত্মরক্ষার জন্যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার। একজন বিচক্ষণ নেতার যে ধরনের কূটনৈতিক কৌশল ও দক্ষতা থাকা দরকার, তাঁর সেই দক্ষতা দিয়ে তিনি সবাইকে সম্মিলিত হয়ে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেছিলেন- ‘তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আমার বুকের ওপর গুলি চালানোর চেষ্টা করো না।’
বঙ্গবন্ধু যেমন কূটনৈতিক কৌশলে বক্তব্য রেখেছেন, তেমনি শোষিত মানুষকে একতাবদ্ধ হতে আহ্বান করেছেন। এই এক ভাষণেই তিনি সংগ্রামের কথা বলেছেন, আশা দেখিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন এই বলে যে– ‘সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না।’
রাজনৈতিক, ঐতিহাসিক কিংবা প্রজ্ঞার বিবেচনায় ৭ মার্চের ভাষণটি আব্রাহাম লিংকন প্রদত্ত গেটিসবার্গের ভাষণ বা মার্টিন লুথার কিংয়ের ‘I have a dream’ ভাষণের সমপর্যায়ের এবং বিশেষ ক্ষেত্রে তাঁদের ভাষণের চেয়ে বেশি গুরুত্ব বহন করে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মূল্য অনুধাবন করতে হলে আমাদের পৃথিবীর বিখ্যাত কিছু রাজনৈতিক নেতার বক্তব্য সম্পর্কে ধারণা রাখতে হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় Sir Winston Charlee যুক্তরাজ্যের জনগণকে উদ্বুদ্ধ করতে ১৯৪০ সালের মে মাসে এক বক্তব্যে বলেন– ‘আমাদের লক্ষ্য একটাই- জয়, যে কোনও মূল্যে জয়, সব অপশক্তির বিরুদ্ধে জয়, পথ যতই লম্বা বা কঠিন হোক না কেন জয় ছাড়া টিকে থাকার কোনও পথ নাই।’ ঠিক একইভাবে বঙ্গবন্ধুও তাঁর ভাষণে দৃঢ়কণ্ঠে প্রত্যয় ব্যক্ত করেছেন– ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
যুক্তরাষ্ট্রের সিভিল রাইট মুভমেন্টের অবিসংবাদিত নেতা মার্টিন লুথার কিং ১৯৬৩ সালে ওয়াশিংটনের এক জনসভায় বর্ণবাদের বিরুদ্ধে এবং অর্থনৈতিক অধিকার আদায়ের জন্যে প্রদত্ত বক্তব্যে বলেন, ‘স্বাধীনতা আদায়ের জন্যে একা পথ চলা যায় না– সবাইকে একসঙ্গে কাজ করতে হয়।’
মার্টিন লুথার কিংয়ের বক্তব্য যেমন বর্ণবাদ ও শোষণের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করে, তেমনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ পাকিস্তানের শোষণের বিরুদ্ধে বাঙালি জাতির সংগ্রাম ও মুক্তির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
মার্টিন লুথার কিংয়ের ভাষণটি মানবতার মহান বাণী হলেও তা নতুন কোনও রাষ্ট্রের জন্ম দিতে পারেনি, কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ পেরেছে, তাই বঙ্গবন্ধুর ভাষণটির ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি।
৭ মার্চের ভাষণটি আমাদের শুধু ইতিহাস আর সংগ্রামের কাহিনিই বলে না, এটি অর্থনৈতিক মুক্তি, সামাজিক ও রাজনৈতিক সুরক্ষা এবং ভ্রাতৃত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়।
বঙ্গবন্ধু তাঁর চিন্তা চেতনায় স্বাধীনতার মূল্য অনুধাবনই শুধু করেননি, স্বাধীনতা অর্জনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে কী শক্তিশালী কিন্তু সরল-সাবলীল ভাষায় তা তুলে ধরেছেন। বঙ্গবন্ধুর ভাষণটি যে কোনও জাতির স্বাধীনতা বা মুক্তি অর্জনের আহ্বান হতে পারে। তাই ২০১৭ সালে ইউনেসকো এই ভাষণটিকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা ৭ মার্চের ভাষণের গুরুত্ব এবং অবদানকে করেছে সর্বজনীন।

লেখক: আইনজীবী

/এসএএস/এমওএফ/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বশেষসর্বাধিক

লাইভ