X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এখন পর্যন্ত পদত্যাগের প্রস্তাব দেননি রাহুল গান্ধী: কংগ্রেস

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৯, ১৪:২৯আপডেট : ২৫ মে ২০১৯, ১৫:৩৪

লোকসভা নির্বাচনে পরাজয়ের দায়ভার নিয়ে প্রেসিডেন্টের পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাব দেওয়ার খবর অস্বীকার করেছে কংগ্রেস। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়, শনিবার সকালে শুরু হওয়া কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ওয়ার্কিং কমিটির বৈঠকে নিজের পদত্যাগের প্রস্তাব দেন রাহুল। কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়, বৈঠকে প্রত্যাখান করা হয় রাহুলের প্রস্তাব। তবে বৈঠকের মাঝপথে কংগ্রেস মুখপাত্র রন্দিপ সিং সুরজেওয়ালা সাংবাদিকদের জানান, রাহুলের পদত্যাগের প্রস্তাব দেওয়ার খবর সত্য নয়। বৈঠকে এখন পর্যন্ত  এধরনের কোনও প্রস্তাব দেননি তিনি।




কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী

গত ২৩ মে ঘোষিত ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে মাত্র ৫২টি আসনে জয় পেতে যাচ্ছে কংগ্রেস। ২০১৪ সালের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করে দলটি মাত্র ৪৪ আসন পেয়েছিল। সেবারও দলের প্রচারণায় নেতৃত্ব দিয়েছিলেন নেহরু-গান্ধী পরিবারের তরুণ উত্তরাধিকারী রাহুল। এবারের নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো শোচনীয় পরাজয়ের মুখে পড়ে কংগ্রেস। বৃহস্পতিবার ফল ঘোষণার দিনে এক সংবাদ সম্মেলনে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে অস্বীকার করেন রাহুল। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভায় এনিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে বলে জানান তিনি।

শনিবার পরাজয়ের কারণ অনুসন্ধানে দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে বৈঠকে বসে দলের ওয়ার্কিং কমিটি। দেশের নানা প্রান্ত থেকে কংগ্রেসের শীর্ষ নেতারা ওই বৈঠকে যোগ দেন। কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর সভাপতিত্বে বৈঠকে ইউপিএ জোট নেতা সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা। বৈঠকে পরাজয়ের কারণ বিশ্লেষণ করেন কংগ্রেস নেতারা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ওই বৈঠকে কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাড়ানোর প্রস্তাব দেন রাহুল গান্ধী। তবে রাহুলের ওপর পরাজয়ের দায়ভার চাপাতে অস্বীকার করেন কংগ্রেস নেতারা।

রাহুলের পদত্যাগের প্রস্তাব দেওয়ার খবর প্রকাশের পর বৈঠক চলার মধ্যেই কংগ্রেসের মুখপাত্র রন্দিপ সিং সুরজেওয়ালা সাংবাদিকদের সাথে কথা বলেন। রাহুলের পদত্যাগের প্রস্তাব দেওয়ার খবর সত্য নয় জানিয়ে তিনি বলেন, ওয়ার্কিং কমিটির বৈঠক এখনও চলছে। আর এখন পর্যন্ত রাহুল গান্ধী এই বৈঠকে তার পদত্যাগের প্রস্তাব দেননি।

/জেজে/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা